Monday 25 September 2023

What will be the destination in last life, in case of the lone elderly


 

*“একাকী প্রবীণ/ প্রবীণারা শেষ বয়সে কোথায় থাকবেন”* – এর উপর সেমিনার।

 

সেমিনারের তারিখ ১৯শে নভেম্বর,রবিবার, বিকেল ৩টা থেকে ৬টা। প্রবেশ অবাধ ও শুল্কমুক্ত (রেজিস্ট্রেশন বাধ্যতামূলক)। স্থানঃ নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম অডিটোরিয়াম, কলকাতা (এক্সাইড মোড়ের কাছে)।

 

যে সব প্রবীণ/ প্রবীণা একা, শেষ বয়সে তাঁরা কোথায় যাবেন? অসুস্থ হয়ে পড়লে কে তাঁর দেখভাল করবে? – এই ধরণের প্রশ্নগুলো তাঁদেরকে ভাবায়।

 

‘একা প্রবীণ (লিঙ্গ নির্বিশেষে)’ বলতে আমরা বুঝি সেই সব  মানুষকে যাঁরা একা বা দম্পতি পরিবারের অন্যান্য সদস্য ব্যতীত একটি বাড়িতে জীবন নির্বাহ করেন। এই ধরণের মানুষের উদাহরণ হল নিঃসন্তান দম্পতি, অবিবাহিত/ ডিভোর্সী প্রবীণ বা প্রবীণা, বিদেশে/ রাজ্যের বাইরে/  একই ছাদের বাইরে অন্যত্র কোন স্থানে বসবাসকারী সন্তান বা বিবাহিত কন্যা সন্তানের বাবা/ মা, বিধবা/ বিপত্নীক মানুষ।

 

বয়স বাড়ার সাথে সাথে প্রবীণেরা অশক্ত হয়ে পড়েন। অনেক কাজই আর নিজেরা করে উঠতে পারেন না। তখন এঁদের বেঁচে থাকার জন্য অন্যের সাহায্য নেওয়ার দরকার হয়ে পড়ে। এই অন্যের সাহায্য প্রবীণদের ক্ষেত্রে মোটামুটি তিন রকম হয় – ১) সন্তানদের বা পরিবারের অন্য সদস্যদের সাহায্য (এই সুযোগ ‘একাকী প্রবীণ’দের থাকে না), ২) আয়া/ নার্স রাখা, ৩) কোন কমিউনিটি লিভিং, সাদা বাংলায় যাকে বলে বৃদ্ধাশ্রমে যাওয়া।

 

‘একাকী প্রবীণ’ -এরা  এই সময়ে পরবর্তী দিনগুলির জন্য ভাবিত হয়ে পড়েন। এমতাবস্থায় যে সিদ্ধান্ত এঁরা নিয়ে থাকেন তা হলঃ ১) নিজের বাড়িতে আয়া/ সারা দিনের কাজের লোক রাখা ও প্রয়োজনে হোম ডেলিভারীতে খাবার আনানো, ২) বৃদ্ধাশ্রমে যাওয়া, ৩) ইন-হাউস লাইফ সাপোর্ট সার্ভিসের সাহায্য নেওয়া, ৪) সন্তানের কাছে বা কোন নিকটাত্মীয়ের বাড়িতে গিয়ে ওঠা।

 

যাঁদের পয়সা আছে তাঁরা চতুর্থ নম্বর উপায়টিকে পছন্দ করতে চান না স্বাধীনতা ক্ষুণ্ণ হবার ও অপমানিত হবার ভয়ে। এছাড়া সামাজিক ভাবে সর্বদা হয়ে ওঠে না। যেমন বিবাহিত কন্যা সন্তান বিশেষ করে যিনি রোজগারহীন গৃহবধূ হন। যাঁদের কায়ক্লেশে দিন চলে তাঁদের অবস্থা খুব সঙ্গীন হয়ে পড়ে। ধীরে ধীরে হতাশার অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েন।

 

প্রবীণরা বৃদ্ধাশ্রম নির্বাচন করেন খবরের কাগজ দেখে বা কোন রকম বিজ্ঞাপন দেখে বা অন্যের রেফারেন্স থেকে। বৃদ্ধাশ্রম নিয়ে আমাদের দেশে এমন কোন স্টার রেটিং পদ্ধতি গড়ে ওঠে নি যে যার থেকে কেউ সিদ্ধান্ত নিতে পারবেন। একটা ভালো ও নিজের সামর্থ্যের সাথে সামঞ্জস্য রেখে বৃদ্ধাশ্রম নির্বাচন করা বেশ কঠিন ব্যপার। অনেকেই তা জানেনও না, বোঝেনও না।

 

ইন-হাউস লাইফ সাপোর্ট সার্ভিস মানে হল আপনি ঘরেই থাকবেন,আর কোন একটি সংস্থা এসে আপনার প্রয়োজনীয় সার্ভিস দিয়ে যাবে। ভাবনাটি বিদেশে পুরানো হলেও আমাদের দেশে নতুন, বিশেষতঃ কলকাতায়। তবে কলকাতায় এরকম কিছু সংস্থা তৈরী হয়েছে, যদিও তাঁদের খরচ বেশ বেশী।

 

এই সব বিষয় নিয়েই সেমিনার। দিন, তারিখ, ক্ষণ আগেই বলে দিয়েছি। আমরা যে সেমিনার আয়োজন করেছি তাতে যে যে বিষয়গুলি আলোচিত হবে তা মোটামুটি এই রকম – ১) কি ভাবে ভালো বৃদ্ধাশ্রম নির্বাচন করবেন, ২) নিজের টাকাকে কি ভাবে সঠিক ভাবে ব্যবহার করবেন, ৩) শেষ বয়সের চিকিৎসা কি ভাবে সামলাবেন, ৪) উত্তরাধিকারীদের জন্য কি রেখে যাবেন।

 

বয়স, লিঙ্গ নির্বিশেষে যে কেউ এই সেমিনারে নিঃশুল্ক অংশগ্রহণ করতে পারেন। সেমিনারে অংশগ্রহণ করতে হলে 9330843394 WhatsApp নম্বরে নিজের নাম আর DESTINATION কথাটি লিখে পাঠাবেন। এর বেশী আর কোন কথা লিখবেন না অনুগ্রহ করে। অতিরিক্ত কিছু লিখলে আপনার নাম নথিভুক্ত না হলে আমাদের দায়ী করা যাবে না। একটি নম্বরে একটি নামই লিপিবদ্ধ করা হবে।  আপনার নাম নথিভুক্ত হলে আপনাকে SEMINAR REGISTERED কথাটি লিখে পাঠানো হবে আর DESTINATION SEMINAR বলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে নথিভুক্ত করা হবে। সিট মাত্র ১০০টি। আগে নাম লেখানোর ভিত্তিতে নাম লিপিবদ্ধ করা হবে। *অডিটরিয়ামে এসে নাম নথিভুক্ত করতে চাইলে নগদে বা কার্ডে ২০০০ টাকা দিতে হবে।*

 

অনুষ্ঠান শেষে খাদ্য-পানীয়ের ব্যবস্থা থাকবে। গাড়ি পার্কিং-এর ব্যবস্থা থাকবে।

 

_THIKANA SHIMLA_

A Welfare Organisation For The Elderly

Ashoknagar, N 24 Parganas – 743272

M: 9330843394, E mail: thikana_shimla@yahoo.co.in

www.thikanashimla.in

www.facebook.com/thikanashimla

www.thikanashimla.blogspot.in

25.9.23

No comments:

Post a Comment