Friday 8 March 2024

DANGULI COMPETITION (FOR MEN ABOVE 60)

 



কি দিচ্ছে তো? শেষ বয়সে শৈশবের উঁকি? মনে পড়ছে, স্কুল পালিয়ে খেলতে যাওয়া, ছিপ নিয়ে মাছ ধরা, ঝড়ে আম কুড়ানো? এ-ক-দ-ম ভুলবেন না। জীবনস্মৃতি। শুধু কবিগুরুরই আছে? আপনাদের নেই? আছে, আছে। সব শালা চাপা পড়ে আছে। আয় না এখানে, উস্কে দেব। বুড়োগিরি ঘুচিয়ে দেব।

 

ছোট বয়সে আমরা সবাই চোর, বদমাস আর ডানপিটে ছিলাম কমবেশী। স্মৃতি থেকে চুরি, দুষ্টুমির গল্প বললেই হাতে নাতে গিফট। তার আগে একটু পানীয়। পানীয় মানে বুঝতে পেরেছেন তো ? পাব্লিকলি সব কিছু খোলাখুলি বলা যায় না মশাই।

 

ডাংগুলি প্রতিযোগিতাতো আছেই। ডাংগুলি নিয়ে আর কি বলব। এ নিয়ে আপনাদের অনেকেরই মাঠ-ময়দান ইউনিভার্সিটি থেকে পি এইচ ডি করা আছে।   প্রথম পুরষ্কার ৩০০০, দ্বিতীয় ২০০০, তৃতীয় ১০০০। শুধু বুড়োদের জন্য – ৬০ বছরের উপর। ‘বুড়ো’ কথাটি ইদানীং আবার ‘derogatory word’।

 

প্রতিযোগীদের এন্ট্রি ফি এক টাকা। টিকিটের সংখ্যা ৫০টি সাথে ছেলে, নাতি আসলে এক্কেবারে ফ্রি। ছেলে, নাতির জন্য গিফট। কার সাথে ছেলে-নাতি আসছেন ঠিক সময়ে আমরাই জেনে নেব। এই নিয়ে চাপ নেবেন না। (‘চাপ নেওয়া’ কথাটির ইদানীং বাজার বেশ ভালো)।

 

বুড়ি, বৌমা, নাতনিদের (১০ বছরের উপর) জন্য মাল্লু লাগবে অফেরতযোগ্য ১০০০ টাকা মাথাপিছু। টিকিট সংখ্যা ৩০টি।  পুরুষ প্রতিযোগীর ৫০টি (এক টাকার) টিকিটের পর কোন পুরুষ টিকিট কাটতে চাইলে তখন খসবে অফেরতযোগ্য ১০০০ টাকা মাথাপিছু। এঁরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।  এরকম টিকিটের সংখ্যা ২০টি। ড্রাইভারদের ব্রেকফাস্ট, লাঞ্চের কুপন অফেরতযোগ্য ৩০০ টাকা। ড্রাইভাররা ভেতরে থাকার অনুমতি পাবেন না। গাড়ি রাখার ব্যবস্থা থাকবে।

 

কোন মহিলা রবীন্দ্রনাথকে নিয়ে গান (রবীন্দ্র সঙ্গীত নয়) গাইলে গিফট অবশ্যম্ভাবী। পুরুষরা ধুতি-পাঞ্জাবি (চুড়িদার/ পায়জামা-পাঞ্জাবী নয়) পরে আসলে হাতে হাতে গিফট।

 

ব্রেকফাস্ট আছে লাঞ্চ আছে সব বুফে লাঞ্চে থাকবে হারিয়ে যাওয়া মা-মাসিদের রান্নাগুলি যেমন, বেতো শাক, হিঞ্চে, কচু বাটা, চিংড়ি দিয়ে ডুমুর, নারকেল-চৈ দিয়ে ডুমুর, পাবদা পাতুরি, কুচো মাছের চচ্চড়ি, কুচো চিংড়ির বড়ার তরকারী, লতি চিংড়ি, থোড় ছেঁচকি, গয়না বড়ি, মোচার ঘন্ট, মোচার ধোঁকার ডালনা, কাঁচকলার কোপ্তা,  কচু দিয়ে রুই মাছের ঝোল, মৌরলার টক, আদা-জিরে দিয়ে কচি পাঁঠার পাতলা ঝোল এরকম আরো কিছু আপনারও  কিছু জানা থাকলে জানাতে পারেন বানাতে চেষ্টা করব

 

অনুষ্ঠানটি হচ্ছে ৮ই মে ২০২৪। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। হচ্ছে আমাদের অশোকনগরের (হাবড়ার কাছে, বারাসাত থেকে ২২ কিমি) আবাসনে। টিকেট উইন্ডো এখনো খোলে নি। নিজের নাম আর info কথাটি 9330843394 WhatsApp নম্বরে মেসেজ করলে যথাযময়ে আপনার কাছে খবর পৌঁছিয়ে যাবে।   

 

BASANTOTSAB 24 (Only for women above 50

 



আবার। গতবারের মত। শুধুমাত্র পঞ্চাশের উপর যেসব মহিলা আছেন তাঁদের জন্য মেলামেশার উন্মুক্ত প্রাঙ্গন। সম্পূর্ন বিনামূল্যে। যে কোন বয়সের মেয়ে বা নাতনী থাকলে তাঁকে সাথে আনার অনুমতি দেওয়া যেতে পারে। সকালের ব্রেকফাস্ট থেকে বিকালের চা পর্যন্ত সব পাবেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।  খাওয়া বুফে সিস্টেমে।  নাচ, গান, আনন্দ, মজা, পানীয় সব সব। এমনকি আমাদের সব কর্মীরাও থাকবেন মহিলা –  সিকিউরিটি গার্ড পর্যন্ত।

 

মজার আসরটি বসছে অশোকনগরে (হাবড়ার আগের স্টেশন) আমাদের আবাসনে।

 

গাড়ি পার্কিং-এর ব্যবস্থা আছে। ড্রাইভারদের ফুড প্যাকেট (ব্রেকফাস্ট ও লাঞ্চ) অফেরতযোগ্য ৩০০ টাকা। ড্রাইভাররা ভেতরে থাকার অনুমতি পাবেন না।

 

গতবারের অভিজ্ঞতায় দেখেছি যে অনেক মহিলা আছেন, যাঁরা ইচ্ছুক অংশগ্রহণ করতে কিন্তু পুরুষ সঙ্গীর সহায়তা ছাড়া আসতে পারেন না। এরকম ক্ষেত্রে পুরুষদের আনা যাবে। সেক্ষেত্রে পুরুষ পিছু অফেরতযোগ্য ১০০০ টাকার টিকিট কাটতে হবে। তাঁদের খাদ্য, পানীয়ের (নরম, কড়া দুটোই) কোন অভাব হবে না, তবে তাঁদের অনুষ্ঠান স্থলে যাওয়া কঠোর ভাবে নিষিদ্ধ। এঁদের অবস্থানের জন্য এসি ঘর দেওয়া হবে, খাওয়ার আলাদা ব্যবস্থা করা হবে।  

 

অনুষ্ঠানটি সম্পূর্ণ বিনামূল্যে। তবে আমাদের অভিজ্ঞতা আমাদেরকেও সতর্ক হতে শিখিয়েছে। আমাদের সেমিনার, ওয়ার্কশপ, গেট টুগেদারগুলি ফ্রি হয়। কিন্তু কিছু মানুষ নাম লিখিয়েও আসেন না – আসবেন না সেটা পর্যন্ত জানানোর প্রয়োজন বোধ করেন না। খাবার দাবারের অপচয় হয়। তিক্ততার সৃষ্টি হয়।  অনুপস্থিত থাকার জন্য অন্য কেউ সুযোগ পান না। তাই আমরা ৫০০ টাকার ( লিঙ্কে টিকিট কাটতে প্ল্যাটফর্ম চার্জ, জি এস টি মিলিয়ে মোটামুটি ৫২৮ টাকার মত খরচ হবে) বিনিময়ে টিকিট কাটার ব্যবস্থা করেছি। টিকিটের সংখ্যা ৫০টি।  অনুষ্ঠানস্থলে এসে হাজির হলেই নগদে ৫০০ টাকা ফেরত পাবেন। মেয়ে বা নাতনীর জন্য টিকিট কাটতে হবে না।  হলুদ জাতীয় শাড়ি (শুধুমাত্র শাড়ি, অন্য কোন হলুদ পোষাক নয়) পরে আসলে গিফট।  অনুষ্ঠানে অংশগ্রহণ না করলে কিছু ফেরত নেই। টিকিট কাটার লিঙ্ক নিচে দেওয়া হল। লিঙ্কে টিকিট না কেটে স্পটে এসে টিকিট (যদি টিকিট থাকে) কাটতে চাইলে অফেরতযোগ্য দু হাজার টাকা লাগবে। সুতরাং আসতেই যদি চান তাহলে লিঙ্কে টিকিট কাটুন। অফ লাইনে কোন রকম টিকিট কাটার ব্যবস্থা নেই।  আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইলে টাকা ফেরত পাবেন না। ডোনেশন বিল পাবেন। শুধু মাত্র লিঙ্কে টিকিট কাটলে টাকা ফেরত পাবেন। পুরুষ ও ড্রাইভারদের টিকিটের টাকা অফেরতযোগ্য।

 

যাঁরা টিকিট কাটবেন, তাঁদের পথনির্দেশ যথাসময়ে পাঠিয়ে দেওয়া হবে।

 

ড্রাইভারদের ফুড কুপন, মহিলাদের ও পুরুষদের টিকিট কাটার লিঙ্কঃ  https://allevents.in/habra/basontotsav-24-50-women-only/80001786021875

 

 

THIKANA SHIMLA RESIDENTIAL SENIOR CITIZEN CLUB

Ashoknagar, Near Habra, N 24 Parganas – 743272

WhatsApp: 9330843394 (Message only)

www.thikanashimla.in

www.thikanashimla.blogspot.in

www.facebook.com/thikanashimla

E mail: thikana_shimla@yahoo.co.in

1.3.24