Friday, 8 March 2024

DANGULI COMPETITION (FOR MEN ABOVE 60)

 



কি দিচ্ছে তো? শেষ বয়সে শৈশবের উঁকি? মনে পড়ছে, স্কুল পালিয়ে খেলতে যাওয়া, ছিপ নিয়ে মাছ ধরা, ঝড়ে আম কুড়ানো? এ-ক-দ-ম ভুলবেন না। জীবনস্মৃতি। শুধু কবিগুরুরই আছে? আপনাদের নেই? আছে, আছে। সব শালা চাপা পড়ে আছে। আয় না এখানে, উস্কে দেব। বুড়োগিরি ঘুচিয়ে দেব।

 

ছোট বয়সে আমরা সবাই চোর, বদমাস আর ডানপিটে ছিলাম কমবেশী। স্মৃতি থেকে চুরি, দুষ্টুমির গল্প বললেই হাতে নাতে গিফট। তার আগে একটু পানীয়। পানীয় মানে বুঝতে পেরেছেন তো ? পাব্লিকলি সব কিছু খোলাখুলি বলা যায় না মশাই।

 

ডাংগুলি প্রতিযোগিতাতো আছেই। ডাংগুলি নিয়ে আর কি বলব। এ নিয়ে আপনাদের অনেকেরই মাঠ-ময়দান ইউনিভার্সিটি থেকে পি এইচ ডি করা আছে।   প্রথম পুরষ্কার ৩০০০, দ্বিতীয় ২০০০, তৃতীয় ১০০০। শুধু বুড়োদের জন্য – ৬০ বছরের উপর। ‘বুড়ো’ কথাটি ইদানীং আবার ‘derogatory word’।

 

প্রতিযোগীদের এন্ট্রি ফি এক টাকা। টিকিটের সংখ্যা ৫০টি সাথে ছেলে, নাতি আসলে এক্কেবারে ফ্রি। ছেলে, নাতির জন্য গিফট। কার সাথে ছেলে-নাতি আসছেন ঠিক সময়ে আমরাই জেনে নেব। এই নিয়ে চাপ নেবেন না। (‘চাপ নেওয়া’ কথাটির ইদানীং বাজার বেশ ভালো)।

 

বুড়ি, বৌমা, নাতনিদের (১০ বছরের উপর) জন্য মাল্লু লাগবে অফেরতযোগ্য ১০০০ টাকা মাথাপিছু। টিকিট সংখ্যা ৩০টি।  পুরুষ প্রতিযোগীর ৫০টি (এক টাকার) টিকিটের পর কোন পুরুষ টিকিট কাটতে চাইলে তখন খসবে অফেরতযোগ্য ১০০০ টাকা মাথাপিছু। এঁরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।  এরকম টিকিটের সংখ্যা ২০টি। ড্রাইভারদের ব্রেকফাস্ট, লাঞ্চের কুপন অফেরতযোগ্য ৩০০ টাকা। ড্রাইভাররা ভেতরে থাকার অনুমতি পাবেন না। গাড়ি রাখার ব্যবস্থা থাকবে।

 

কোন মহিলা রবীন্দ্রনাথকে নিয়ে গান (রবীন্দ্র সঙ্গীত নয়) গাইলে গিফট অবশ্যম্ভাবী। পুরুষরা ধুতি-পাঞ্জাবি (চুড়িদার/ পায়জামা-পাঞ্জাবী নয়) পরে আসলে হাতে হাতে গিফট।

 

ব্রেকফাস্ট আছে লাঞ্চ আছে সব বুফে লাঞ্চে থাকবে হারিয়ে যাওয়া মা-মাসিদের রান্নাগুলি যেমন, বেতো শাক, হিঞ্চে, কচু বাটা, চিংড়ি দিয়ে ডুমুর, নারকেল-চৈ দিয়ে ডুমুর, পাবদা পাতুরি, কুচো মাছের চচ্চড়ি, কুচো চিংড়ির বড়ার তরকারী, লতি চিংড়ি, থোড় ছেঁচকি, গয়না বড়ি, মোচার ঘন্ট, মোচার ধোঁকার ডালনা, কাঁচকলার কোপ্তা,  কচু দিয়ে রুই মাছের ঝোল, মৌরলার টক, আদা-জিরে দিয়ে কচি পাঁঠার পাতলা ঝোল এরকম আরো কিছু আপনারও  কিছু জানা থাকলে জানাতে পারেন বানাতে চেষ্টা করব

 

অনুষ্ঠানটি হচ্ছে ৮ই মে ২০২৪। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। হচ্ছে আমাদের অশোকনগরের (হাবড়ার কাছে, বারাসাত থেকে ২২ কিমি) আবাসনে। টিকেট উইন্ডো এখনো খোলে নি। নিজের নাম আর info কথাটি 9330843394 WhatsApp নম্বরে মেসেজ করলে যথাযময়ে আপনার কাছে খবর পৌঁছিয়ে যাবে।   

 

No comments:

Post a Comment