আবার। গতবারের মত। শুধুমাত্র পঞ্চাশের উপর যেসব মহিলা আছেন তাঁদের জন্য মেলামেশার উন্মুক্ত প্রাঙ্গন। সম্পূর্ন বিনামূল্যে। যে কোন বয়সের মেয়ে বা নাতনী থাকলে তাঁকে সাথে আনার অনুমতি দেওয়া যেতে পারে। সকালের ব্রেকফাস্ট থেকে বিকালের চা পর্যন্ত সব পাবেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। খাওয়া বুফে সিস্টেমে। নাচ, গান, আনন্দ, মজা, পানীয় সব সব। এমনকি আমাদের সব কর্মীরাও থাকবেন মহিলা – সিকিউরিটি গার্ড পর্যন্ত।
মজার আসরটি
বসছে অশোকনগরে (হাবড়ার আগের স্টেশন) আমাদের আবাসনে।
গাড়ি পার্কিং-এর
ব্যবস্থা আছে। ড্রাইভারদের ফুড প্যাকেট (ব্রেকফাস্ট ও লাঞ্চ) অফেরতযোগ্য ৩০০ টাকা।
ড্রাইভাররা ভেতরে থাকার অনুমতি পাবেন না।
গতবারের অভিজ্ঞতায়
দেখেছি যে অনেক মহিলা আছেন, যাঁরা ইচ্ছুক অংশগ্রহণ করতে কিন্তু পুরুষ সঙ্গীর সহায়তা
ছাড়া আসতে পারেন না। এরকম ক্ষেত্রে পুরুষদের আনা যাবে। সেক্ষেত্রে পুরুষ পিছু অফেরতযোগ্য
১০০০ টাকার টিকিট কাটতে হবে। তাঁদের খাদ্য, পানীয়ের (নরম, কড়া দুটোই) কোন অভাব হবে
না, তবে তাঁদের অনুষ্ঠান স্থলে যাওয়া কঠোর ভাবে নিষিদ্ধ। এঁদের অবস্থানের জন্য এসি
ঘর দেওয়া হবে, খাওয়ার আলাদা ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানটি
সম্পূর্ণ বিনামূল্যে। তবে আমাদের অভিজ্ঞতা আমাদেরকেও সতর্ক হতে শিখিয়েছে। আমাদের সেমিনার,
ওয়ার্কশপ, গেট টুগেদারগুলি ফ্রি হয়। কিন্তু কিছু মানুষ নাম লিখিয়েও আসেন না – আসবেন
না সেটা পর্যন্ত জানানোর প্রয়োজন বোধ করেন না। খাবার দাবারের অপচয় হয়। তিক্ততার সৃষ্টি
হয়। অনুপস্থিত থাকার জন্য অন্য কেউ সুযোগ পান
না। তাই আমরা ৫০০ টাকার ( লিঙ্কে টিকিট কাটতে প্ল্যাটফর্ম চার্জ, জি এস টি মিলিয়ে মোটামুটি
৫২৮ টাকার মত খরচ হবে) বিনিময়ে টিকিট কাটার ব্যবস্থা করেছি। টিকিটের সংখ্যা ৫০টি। অনুষ্ঠানস্থলে এসে হাজির হলেই নগদে ৫০০ টাকা ফেরত
পাবেন। মেয়ে বা নাতনীর জন্য টিকিট কাটতে হবে না। হলুদ জাতীয় শাড়ি (শুধুমাত্র শাড়ি, অন্য কোন হলুদ
পোষাক নয়) পরে আসলে গিফট। অনুষ্ঠানে অংশগ্রহণ
না করলে কিছু ফেরত নেই। টিকিট কাটার লিঙ্ক নিচে দেওয়া হল। লিঙ্কে টিকিট না কেটে স্পটে
এসে টিকিট (যদি টিকিট থাকে) কাটতে চাইলে অফেরতযোগ্য দু হাজার টাকা লাগবে। সুতরাং আসতেই
যদি চান তাহলে লিঙ্কে টিকিট কাটুন। অফ লাইনে কোন রকম টিকিট কাটার ব্যবস্থা নেই। আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইলে টাকা
ফেরত পাবেন না। ডোনেশন বিল পাবেন। শুধু মাত্র লিঙ্কে টিকিট কাটলে টাকা ফেরত পাবেন।
পুরুষ ও ড্রাইভারদের টিকিটের টাকা অফেরতযোগ্য।
যাঁরা টিকিট
কাটবেন, তাঁদের পথনির্দেশ যথাসময়ে পাঠিয়ে দেওয়া হবে।
ড্রাইভারদের
ফুড কুপন, মহিলাদের ও পুরুষদের টিকিট কাটার লিঙ্কঃ https://allevents.in/habra/basontotsav-24-50-women-only/80001786021875
THIKANA
SHIMLA RESIDENTIAL SENIOR CITIZEN CLUB
Ashoknagar,
Near Habra, N 24 Parganas – 743272
WhatsApp:
9330843394 (Message only)
www.facebook.com/thikanashimla
E mail: thikana_shimla@yahoo.co.in
1.3.24
No comments:
Post a Comment