Friday, 14 June 2024

50 Plus Companionship Program

 



*50 Plus Compnionship Pragram 2024*

 

প্রকৃতির নিয়মে নারী-পুরুষ একে ওপরের পরিপূরক। দুজনেরই প্রয়োজন দুজনকে। একা একা বাঁচা যায় না, বেঁচে থাকতে গেলে অন্ততঃ একজন কাছের মানুষ দরকার হয়, যার হাত ধরলে মনের আরাম হয়। বর্তমান সময়ে একাকীত্ব এক ভীষণ অসুখ যা মানুষকে ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছে। প্রবীণ-প্রবীণাদের একাকীত্ব তার পরিবারের কমবয়সী সদস্যদের দ্বারা কাটে না। নারী–পুরুষের আকর্ষন সব প্রাণীতেই বিদ্যমান। শেষ বয়সে এসে বিপরীত লিঙ্গের সাহচর্য একান্তভাবে কাম্য এবং আবশ্যিকও বটে। এমনকি এক জন থাকলে ভালো হয় না, যে রাতে ছোট্ট একটা মেসেজ পাঠাবে, ‘রাতের ওষুধটা খেয়েছ তো?’

 

দীর্ঘ আট বছর ধরে আমরা প্রবীণদের ম্যাচ মেকিং নিয়ে প্রোগ্রাম করে আসছি। এত দিন আমরা কলকাতার কোন অডিটোরিয়ামে করতাম। তাতে অনেকের সমস্যা হচ্ছিল। বক্তব্য ছিল এটাই যে, অডিটোরিয়ামে অনুষ্ঠান হওয়ার জন্য মেলামেশার সুযোগ পাচ্ছিলেন না। তাই এবার সিদ্ধান্ত বদল। এবারে আমরা হাবড়ার কাছে অশোকনগরে আমাদের আবাসনে আয়োজন করেছি এই আসরের। এখানে প্রচুর জায়গা – গাছ-গাছালি ভরা সুন্দর সবুজ পরিবেশ। মেলামেশার প্রচুর সুযোগ।

 

তারিখ ঠিক হয়েছে আগামী ৪ঠা আগস্ট ২০২৪, রবিবার। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

 

পঞ্চাশের উপর যে কোন অবিবাহিত/ বিধবা/ বিপত্নীক/ ডিভোর্সি/ সেপারেটেড পুরুষ ও মহিলা এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

 

আমরা প্লাটফর্ম দিই মাত্র। আপনার সঙ্গিনী/ সঙ্গী নির্বাচনের দায়িত্ব আপনারই। তার সাথে বন্ধুত্ব করবেন, না প্রেম করবেন, না বিয়ে করবেন সেটা আপনাদের যৌথ সিদ্ধান্ত। তবে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রত্যেককে একটি সেল্ফ ডিক্লারেশন ফর্মে সই করতে হবে। কোন প্রমান পত্রের প্রয়োজন নেই। আমাদের সংস্থায় নথিভুক্ত পুরুষদের কাছ থেকে নথিভুক্ত মহিলারা প্রতারিত হলে তার সুরক্ষা আমরা দেব। তবে সবিনয়ে একটা কথা আপনাদের জানাই যে শুধুমাত্র ফ্রিতে যৌন সঙ্গিনী/ সঙ্গী খোঁজার জায়গা এটা নয়। ওর জন্য আপনার আশে পাশে অনেক প্রফেসনাল জায়গা পেয়ে যাবেন। কারোর এই ধরণের মতলব থাকলে আমাদের সংস্থাকে পরিহার করাই শ্রেয়। বেঠিক মানুষকে আমরা ঠিক ধরে ফেলব। আমাদের কড়া কথায় কারোর মানে লাগলে আমাদের কিছু করার নেই। আট বছর ধরে বছরে একবার করে এই অনুষ্ঠান করে আমরাও অনেক কিছু শিখেছি ও দেখেছি। আমরা সেই ধরণের একাকী মানুষদের কাছে পৌঁছাতে চাইছি যাঁরা মনের মতো একজন বন্ধু পেলে আরো কিছু দিন বেশী বাঁচবেন।

 

এই অনুষ্ঠানটি সাধারনতঃ নিঃশুল্ক হয়। তবে এবারে সকালের জল খাবার ও দুপুরের মধ্যাহ্ন ভোজের জন্য ৫০০ টাকা শুল্ক (অনলাইনে টিকিট কাটার জন্য জিএসটি, প্ল্যাটফর্ম ফি ইত্যাদি মিলিয়ে ৫৩০ টাকার মত) ধার্য্য করেছি। অন লাইনে সবাইকে টিকিট কাটতে হবে। লিঙ্ক নিচে দেওয়া হল। মহিলারা অনুষ্ঠানে যোগ দেওয়া মাত্র ৫০০ টাকা ফেরত পেয়ে যাবেন। না যোগ দিলে কোন ফেরত নয়।

 

হার্ড ড্রিঙ্কসের ব্যবস্থাও আছে। সে ক্ষেত্রে টিকিটের দাম ৮০০ টাকা। তিনটি কুপন পাবেন। মহিলারা এই টিকিট কাটলেও ৫০০ টাকাই ফেরত পাবেন। 

 

গাড়ি রাখার ব্যবস্থা আছে। ড্রাইভারের খাবারের (ব্রেকফাস্ট ও লাঞ্চ) কুপন অফেরতযোগ্য ৩০০ টাকা। ড্রাইভারদের ভেতরে থাকার অনুমতি দেওয়া হবে না। কলকাতা থেকে আসার জন্য আমরা এসি গাড়ির ব্যবস্থা করেছি। মধ্য কলকাতার কোথাও থেকে ছাড়বে। আবার ওইখানেই ফিরিয়ে দেবে। কমপক্ষে ১০ জন হলে মাথাপিছু ৬০০ টাকা করে খরচ হবে। এর জন্য টিকিট কাটার পর আমাদের সাথে যোগাযোগ (9330843394 WhatsApp message only) করবেন। কমপক্ষে ১০ জন হলেই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তখন টাকা জমা দেবেন।

 

যাঁরা টিকিট কাটবেন তাঁদের সবাইকে যথাযময়ে পথ নির্দেশ পাঠিয়ে দেওয়া হবে।

 

যিনি টিকিট কাটবেন, তাঁকে উপস্থিত হয়ে আগে সেলফ ডিক্লারেশন ফর্মে সই করতে হবে। কেউ অস্বীকার করলে তাঁকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।টাকাও ফেরত হবে না। সেলফ ডিক্লারেশনের কপি আগেভাগে দেখতে চাইলে WhatsApp 9330843394 নম্বরে মেসেজ করুন।

 

অনুষ্ঠানে যেসব মহিলারা নাচবেন বা গাইবেন তাঁদের গিফট দেওয়া হবে। পুরুষরাও নাচতে বা গাইতে পারেন। সেক্ষেত্রে উপহার প্রযোজ্য নয়।

 

এবারে দর্শক হিসাবে কাউকে যোগদানের অনুমতি দেওয়া হচ্ছে না।

 

সাইকোলজি, সোসিওলজির ছাত্র-ছাত্রী, গবেষক/ গবেষিকা, শিক্ষক/ শিক্ষিকা উপযুক্ত প্রমাণের ভিত্তিতে বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন। তাঁদের সব রকম খাবার ফ্রি।

 

টিকিট কাটার লিঙ্কঃ https://allevents.in/habra/80008348344011

 

THIKANA SHIMLA

A Welfare Organisation for the Elderly

Ashoknagar, Near Habra, N 24 Parganas – 743272

WhatsApp: 9330843394

E mail: thikana_shimla@yahoo.co.in

www.thikanashimla.in

www.facebook.com/thikanashimla

14.6.24

 

 

 

 

 

 

Friday, 8 March 2024

DANGULI COMPETITION (FOR MEN ABOVE 60)

 



কি দিচ্ছে তো? শেষ বয়সে শৈশবের উঁকি? মনে পড়ছে, স্কুল পালিয়ে খেলতে যাওয়া, ছিপ নিয়ে মাছ ধরা, ঝড়ে আম কুড়ানো? এ-ক-দ-ম ভুলবেন না। জীবনস্মৃতি। শুধু কবিগুরুরই আছে? আপনাদের নেই? আছে, আছে। সব শালা চাপা পড়ে আছে। আয় না এখানে, উস্কে দেব। বুড়োগিরি ঘুচিয়ে দেব।

 

ছোট বয়সে আমরা সবাই চোর, বদমাস আর ডানপিটে ছিলাম কমবেশী। স্মৃতি থেকে চুরি, দুষ্টুমির গল্প বললেই হাতে নাতে গিফট। তার আগে একটু পানীয়। পানীয় মানে বুঝতে পেরেছেন তো ? পাব্লিকলি সব কিছু খোলাখুলি বলা যায় না মশাই।

 

ডাংগুলি প্রতিযোগিতাতো আছেই। ডাংগুলি নিয়ে আর কি বলব। এ নিয়ে আপনাদের অনেকেরই মাঠ-ময়দান ইউনিভার্সিটি থেকে পি এইচ ডি করা আছে।   প্রথম পুরষ্কার ৩০০০, দ্বিতীয় ২০০০, তৃতীয় ১০০০। শুধু বুড়োদের জন্য – ৬০ বছরের উপর। ‘বুড়ো’ কথাটি ইদানীং আবার ‘derogatory word’।

 

প্রতিযোগীদের এন্ট্রি ফি এক টাকা। টিকিটের সংখ্যা ৫০টি সাথে ছেলে, নাতি আসলে এক্কেবারে ফ্রি। ছেলে, নাতির জন্য গিফট। কার সাথে ছেলে-নাতি আসছেন ঠিক সময়ে আমরাই জেনে নেব। এই নিয়ে চাপ নেবেন না। (‘চাপ নেওয়া’ কথাটির ইদানীং বাজার বেশ ভালো)।

 

বুড়ি, বৌমা, নাতনিদের (১০ বছরের উপর) জন্য মাল্লু লাগবে অফেরতযোগ্য ১০০০ টাকা মাথাপিছু। টিকিট সংখ্যা ৩০টি।  পুরুষ প্রতিযোগীর ৫০টি (এক টাকার) টিকিটের পর কোন পুরুষ টিকিট কাটতে চাইলে তখন খসবে অফেরতযোগ্য ১০০০ টাকা মাথাপিছু। এঁরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।  এরকম টিকিটের সংখ্যা ২০টি। ড্রাইভারদের ব্রেকফাস্ট, লাঞ্চের কুপন অফেরতযোগ্য ৩০০ টাকা। ড্রাইভাররা ভেতরে থাকার অনুমতি পাবেন না। গাড়ি রাখার ব্যবস্থা থাকবে।

 

কোন মহিলা রবীন্দ্রনাথকে নিয়ে গান (রবীন্দ্র সঙ্গীত নয়) গাইলে গিফট অবশ্যম্ভাবী। পুরুষরা ধুতি-পাঞ্জাবি (চুড়িদার/ পায়জামা-পাঞ্জাবী নয়) পরে আসলে হাতে হাতে গিফট।

 

ব্রেকফাস্ট আছে লাঞ্চ আছে সব বুফে লাঞ্চে থাকবে হারিয়ে যাওয়া মা-মাসিদের রান্নাগুলি যেমন, বেতো শাক, হিঞ্চে, কচু বাটা, চিংড়ি দিয়ে ডুমুর, নারকেল-চৈ দিয়ে ডুমুর, পাবদা পাতুরি, কুচো মাছের চচ্চড়ি, কুচো চিংড়ির বড়ার তরকারী, লতি চিংড়ি, থোড় ছেঁচকি, গয়না বড়ি, মোচার ঘন্ট, মোচার ধোঁকার ডালনা, কাঁচকলার কোপ্তা,  কচু দিয়ে রুই মাছের ঝোল, মৌরলার টক, আদা-জিরে দিয়ে কচি পাঁঠার পাতলা ঝোল এরকম আরো কিছু আপনারও  কিছু জানা থাকলে জানাতে পারেন বানাতে চেষ্টা করব

 

অনুষ্ঠানটি হচ্ছে ৮ই মে ২০২৪। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। হচ্ছে আমাদের অশোকনগরের (হাবড়ার কাছে, বারাসাত থেকে ২২ কিমি) আবাসনে। টিকেট উইন্ডো এখনো খোলে নি। নিজের নাম আর info কথাটি 9330843394 WhatsApp নম্বরে মেসেজ করলে যথাযময়ে আপনার কাছে খবর পৌঁছিয়ে যাবে।   

 

BASANTOTSAB 24 (Only for women above 50

 



আবার। গতবারের মত। শুধুমাত্র পঞ্চাশের উপর যেসব মহিলা আছেন তাঁদের জন্য মেলামেশার উন্মুক্ত প্রাঙ্গন। সম্পূর্ন বিনামূল্যে। যে কোন বয়সের মেয়ে বা নাতনী থাকলে তাঁকে সাথে আনার অনুমতি দেওয়া যেতে পারে। সকালের ব্রেকফাস্ট থেকে বিকালের চা পর্যন্ত সব পাবেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।  খাওয়া বুফে সিস্টেমে।  নাচ, গান, আনন্দ, মজা, পানীয় সব সব। এমনকি আমাদের সব কর্মীরাও থাকবেন মহিলা –  সিকিউরিটি গার্ড পর্যন্ত।

 

মজার আসরটি বসছে অশোকনগরে (হাবড়ার আগের স্টেশন) আমাদের আবাসনে।

 

গাড়ি পার্কিং-এর ব্যবস্থা আছে। ড্রাইভারদের ফুড প্যাকেট (ব্রেকফাস্ট ও লাঞ্চ) অফেরতযোগ্য ৩০০ টাকা। ড্রাইভাররা ভেতরে থাকার অনুমতি পাবেন না।

 

গতবারের অভিজ্ঞতায় দেখেছি যে অনেক মহিলা আছেন, যাঁরা ইচ্ছুক অংশগ্রহণ করতে কিন্তু পুরুষ সঙ্গীর সহায়তা ছাড়া আসতে পারেন না। এরকম ক্ষেত্রে পুরুষদের আনা যাবে। সেক্ষেত্রে পুরুষ পিছু অফেরতযোগ্য ১০০০ টাকার টিকিট কাটতে হবে। তাঁদের খাদ্য, পানীয়ের (নরম, কড়া দুটোই) কোন অভাব হবে না, তবে তাঁদের অনুষ্ঠান স্থলে যাওয়া কঠোর ভাবে নিষিদ্ধ। এঁদের অবস্থানের জন্য এসি ঘর দেওয়া হবে, খাওয়ার আলাদা ব্যবস্থা করা হবে।  

 

অনুষ্ঠানটি সম্পূর্ণ বিনামূল্যে। তবে আমাদের অভিজ্ঞতা আমাদেরকেও সতর্ক হতে শিখিয়েছে। আমাদের সেমিনার, ওয়ার্কশপ, গেট টুগেদারগুলি ফ্রি হয়। কিন্তু কিছু মানুষ নাম লিখিয়েও আসেন না – আসবেন না সেটা পর্যন্ত জানানোর প্রয়োজন বোধ করেন না। খাবার দাবারের অপচয় হয়। তিক্ততার সৃষ্টি হয়।  অনুপস্থিত থাকার জন্য অন্য কেউ সুযোগ পান না। তাই আমরা ৫০০ টাকার ( লিঙ্কে টিকিট কাটতে প্ল্যাটফর্ম চার্জ, জি এস টি মিলিয়ে মোটামুটি ৫২৮ টাকার মত খরচ হবে) বিনিময়ে টিকিট কাটার ব্যবস্থা করেছি। টিকিটের সংখ্যা ৫০টি।  অনুষ্ঠানস্থলে এসে হাজির হলেই নগদে ৫০০ টাকা ফেরত পাবেন। মেয়ে বা নাতনীর জন্য টিকিট কাটতে হবে না।  হলুদ জাতীয় শাড়ি (শুধুমাত্র শাড়ি, অন্য কোন হলুদ পোষাক নয়) পরে আসলে গিফট।  অনুষ্ঠানে অংশগ্রহণ না করলে কিছু ফেরত নেই। টিকিট কাটার লিঙ্ক নিচে দেওয়া হল। লিঙ্কে টিকিট না কেটে স্পটে এসে টিকিট (যদি টিকিট থাকে) কাটতে চাইলে অফেরতযোগ্য দু হাজার টাকা লাগবে। সুতরাং আসতেই যদি চান তাহলে লিঙ্কে টিকিট কাটুন। অফ লাইনে কোন রকম টিকিট কাটার ব্যবস্থা নেই।  আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইলে টাকা ফেরত পাবেন না। ডোনেশন বিল পাবেন। শুধু মাত্র লিঙ্কে টিকিট কাটলে টাকা ফেরত পাবেন। পুরুষ ও ড্রাইভারদের টিকিটের টাকা অফেরতযোগ্য।

 

যাঁরা টিকিট কাটবেন, তাঁদের পথনির্দেশ যথাসময়ে পাঠিয়ে দেওয়া হবে।

 

ড্রাইভারদের ফুড কুপন, মহিলাদের ও পুরুষদের টিকিট কাটার লিঙ্কঃ  https://allevents.in/habra/basontotsav-24-50-women-only/80001786021875

 

 

THIKANA SHIMLA RESIDENTIAL SENIOR CITIZEN CLUB

Ashoknagar, Near Habra, N 24 Parganas – 743272

WhatsApp: 9330843394 (Message only)

www.thikanashimla.in

www.thikanashimla.blogspot.in

www.facebook.com/thikanashimla

E mail: thikana_shimla@yahoo.co.in

1.3.24

Thursday, 22 February 2024

DEMENTIA AWARENESS & SCREENING PROGRAM

 আপনি কি চশমা বা মানিব্যাগটা এই মাত্র কোথায় রেখেছেন মনে করতে পারছেন না, বা বহু পুরানো কণ পরিচিতের সাথে দেখা হওয়ার পর তার নাম মনে করতে পারছেন না? তাহলে কি ডিমেন্সিয়া হল, না বয়স জনিত ভুলোমন?



ডিমেন্সিয়া কথাটির মানে এখন সবাই জেনে গেছেন। কয়েক দশক আগে এতটা প্রচার ছিল না বা এর প্রকোপও কম ছিল। ডিমেন্সিয়া এবং অ্যালঝাইমার্সের মধ্যে পার্থক্য কোথায়? এর কি কোন চিকিৎসা আছে? কি ভাবে এর প্রতিরোধ করবেন?

 

আগামী ৩রা এপ্রিল ২০২৪ বিকেল ৩টা থেকে ৬ টা পর্যন্ত এই নিয়ে আলোচনা ও স্ক্রিনিং টেস্ট হবে। প্রথম এক ঘন্টা (বাংলা মাধ্যমে) আলোচনা হবে। তার পরে সামান্য একটা পরীক্ষার মাধ্যমে (কোন রকম প্যাথলজক্যাল টেস্ট নয়) নিজের ডিমেন্সিয়া হচ্ছে কি না তা যাচাই করে নিতে পারবেন। আপনার তথ্য গোপন থাকবে।

 

এই অনুষ্ঠানটি হচ্ছে  Alzheimer’s Related Disorders Society of India (ARDSI), Kolkata Chapter- এর প্রত্যক্ষ সহযোগিতায়। অনুষ্ঠানটি হচ্ছে কলকাতা এক্সাইড মোড়ের কাছে নেহেরু চিলড্রেনস মিউজিয়াম অডীটোরিয়ামে (এসি)।



অনুষ্ঠানটি সম্পূর্ণ বিনামূল্যে। তবে আমাদের অভিজ্ঞতা আমাদেরকেও সতর্ক হতে শিখিয়েছে। আমাদের সেমিনার, ওয়ার্কশপগুলি ফ্রি হয়। কিন্তু কিছু মানুষ নাম লিখিয়েও আসেন না – আসবেন না সেটা পর্যন্ত জানানোর প্রয়োজন বোধ করেন না। খাবার দাবারের অপচয় হয়। তিক্ততার সৃষ্টি হয়।  অনুপস্থিত থাকার জন্য অন্য কেউ সুযোগ পান না। তাই আমরা ২০০ টাকার ( লিঙ্কে টিকিট কাটতে প্ল্যাটফর্ম চার্জ, জি এস টি মিলিয়ে মোটামুটি ২১৮.৮৮ মত খরচ হবে) বিনিময়ে টিকিট কাটার ব্যবস্থা করেছি। টিকিটের সঙ্খ্যা ৬০টি।  অডিটরিয়ামে এসে হাজির হলেই নগদে ২০০ টাকা ফেরত পাবেন। না আসলে কিছু ফেরত নেই। টিকিট কাটার লিঙ্ক নিচে দেওয়া হল। লিঙ্কে টিকিট না কেটে স্পটে এসে টিকিট (যদি টিকিট থাকে) কাটতে চাইলে অফেরতযোগ্য ২০০০ টাকা লাগবে। সুতরাং আসতেই যদি চান তাহলে লিঙ্কে টিকিট কাটুন। অফ লাইনে কোন রকম টিকিট কাটার ব্যবস্থা নেই।  আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইলে টাকা ফেরত পাবেন না। ডোনেশন বিল পাবেন। শুধু মাত্র লিঙ্কে টিকিট কাটলে টাকা ফেরত পাবেন।

 

অনুষ্ঠান শেষে জলখাবারের ব্যবস্থা আছে। গাড়ি পার্কিং-এর ব্যবস্থা আছে।

 

ফেসবুকের মন্তব্যের ঘরে কোন উত্তর দেওয়া হবে না বলে আগাম ক্ষমা চেয়ে রাখলাম।

Ticketing link: https://allevents.in/kolkata/dementia-awareness-and-screening-program/80002015070409?ref=smdl

_THIKANA SHIMLA_

A Welfare Organization for The Elderly

Ashoknagar, Near Habra, N 24 Parganas – 743272

E-Mail: thikana_shimla@yahoo.co.in

WhatsApp: 9330843394

www.thikanashimla.in

www.facebook.com/thikanashimla

18.2.24

 

Monday, 22 January 2024

4 hr. Workshop on Senior Citizen Smartphone Literacy

 

 


বর্তমান মোবাইল ফোন যার পোষাকী নাম স্মার্ট ফোন এখন অতি প্রয়োজনীয় বা অত্যাবশ্যকীয় যন্ত্র, কিন্তু অতি ভয়ঙ্কর যদি সচেতন না থাকা যায়।

 

বিশ্বের সমস্ত খবর, তথ্য এখন হাতের মুঠোয়। ব্যাঙ্কও হাতের মুঠোয়। বিভিন্ন কাজের জন্য হাজার রকমের অ্যাপ, যা আপনার কাজ, জীবনযাত্রাকে সহজ করে দিচ্ছে।

 

আপনার অনেক তথ্য আপনার ফোনের মধ্যেই ধরা আছে। আপনি কি জানেন যে কোন একটি অ্যাপ, বা কোন লিঙ্ক  বা হোয়াটস্যাপে পাঠানো ‘ফরোয়ার্ডেড’ নিরীহ ছবির মাধ্যমে গোপনে আপনার ফোনে ঢুকে পড়ছে ছোট্ট একটি .apk ফাইল যা অগোচরে আপনার তথ্য চুরি করে নিচ্ছে। আসল উদ্দেশ্য হল আপনার ব্যাঙ্কের টাকা হাতিয়ে নেওয়া। তাই বলে কি আপনি কাল থেকে স্মার্ট ফোন ব্যবহার বন্ধ করে আবার সেই বোতাম টেপা ফোনে ফেরত যাবেন? ঘরে তালা না লাগালে চুরি হলে দোষ বা ভুল আপনারই। সুতরাং স্মার্ট ফোনে তালা লাগানোর পদ্ধতিগুলো জানলে স্মার্ট ফোন আপনার পরম বন্ধু।

 

অন লাইনের যুগ। ই কমার্স সাইটে থরে থরে পন্য সাজানো। জিনিস কিনতে আর এখন দোকানে যেতে হয় না। তাকিয়াতে হেলান দিয়েই কেনা যায়। ঘরে বসে ফোন পে, পেটিএম ইত্যাদি অ্যাপগুলো, বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করে আয়াসেই কিনতে পারেন পন্য, ট্রেনের, বাসের, প্লেনের, মায় আপনার লোকালয়ের সিনেমার  টিকিট। শুধু জেনে নিতে হয় সুরক্ষিত পদ্ধতিটি।

 

আগামী ১৫ই মার্চ ২০২৪ কলকাতা এক্সাইড মোড়ের কাছে নেহেরু চিলড্রেনস মিউজিয়ামের অডিটরিয়ামে দুপুর দুটো থেকে শুরু হবে হাতে কলমে স্মার্ট ফোনের সঠিক ব্যবহার, সতর্কতা অবলম্বন করার পদ্ধতি, হোয়াটস্যাপ, ই- মেলের বাহারি ব্যবহার ইত্যাদি। তার সাথে থাকবে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর্ব। মোট চার ঘন্টার প্রোগ্রাম। শুধুমাত্র প্রবীণ-প্রবীনাদের জন্য। প্রধান ট্রেনার হিসাবে উপস্থিত থাকবেন শ্রী সম্বরন চক্রবর্তী।

 

অনুষ্ঠানটি সম্পূর্ণ বিনামূল্যে। তবে আমাদের অভিজ্ঞতা আমাদেরকেও সতর্ক হতে শিখিয়েছে। আমাদের সেমিনার, ওয়ার্কশপগুলি ফ্রি হয়। কিন্তু কিছু মানুষ নাম লিখিয়েও আসেন না – আসবেন না সেটা পর্যন্ত জানানোর প্রয়োজন বোধ করেন না। খাবার দাবারের অপচয় হয়। অনুপস্থিত থাকার জন্য অন্য কেউ সুযোগ পান না। তাই আমরা ২০০ টাকার ( লিঙ্কে টিকিট কাটতে প্ল্যাটফর্ম চার্জ, জি এস টি মিলিয়ে মোটামুটি ২১৮.৮৮ মত খরচ হবে) বিনিময়ে টিকিট কাটার ব্যবস্থা করেছি। টিকিটের সঙ্খ্যা ৬০টি।  অডিটরিয়ামে এসে হাজির হলেই নগদে ২০০ টাকা ফেরত পাবেন। না আসলে কিছু ফেরত নেই। টিকিট কাটার লিঙ্ক নিচে দেওয়া হল। লিঙ্কে টিকিট না কেটে স্পটে এসে টিকিট (যদি টিকিট থাকে) কাটলে অফেরতযোগ্য ১০০০ টাকা লাগবে। সুতরাং আসতেই যদি চান তাহলে লিঙ্কে টিকিট কাটুন। অফ লাইনে কোন রকম টিকিট কাটার ব্যবস্থা নেই।

 

অনুষ্ঠান শেষে জলখাবারের, ও গিফটের ব্যবস্থা আছে। গাড়ি পার্কিং-এর ব্যবস্থা আছে।

 

Ticketing link: https://allevents.in/kolkata/senior-citizen-smart-phone-literacy/80003019212542?ref=smdl

 

_THIKANA SHIMLA_

A Welfare Organization for The Elderly

Ashoknagar, Near Habra, N 24 Parganas – 743272

E-Mail: thikana_shimla@yahoo.co.in

WhatsApp: 9330843394

www.thikanashimla.in

www.facebook.com/thikanashimla

21.1.24