বিশেষভাবে সক্ষম সন্তানেরা বাবা-মায়ের মৃত্যুর পর কোথায় যাবেন?
What next?
কেউ ভেবে দেখেছেন কি, সেই সব
পিতামাতার কথা যাঁদের সন্তানের মানসিক বা শারিরীক সমস্যা আছে, তাঁদের প্রতিনিয়ত একটি ভাবনা কুরে কুরে খাচ্ছে –
তাঁদের মৃত্যুর পর তাঁদের এই সন্তান কি করবে, কোথায় থাকবে। ভারতের জনসংখ্যার ২.৫
শতাংশ প্রতিবন্ধী হয়ে জন্মায় বা জন্মের পরে প্রতিবন্ধী হয়ে পড়ে। কি নিদারুণ গোপন
মানসিক যন্ত্রণা নিয়ে এই সব দম্পতি দিন কাটান। যত দিন যায়, যত প্রবীণ হন, নিজের
কর্মক্ষমতা কমতে থাকে, আর একটি ভাবনা তাঁদের মনে পাথরের মত উত্তরোত্তর চেপে বসতে
থাকে, তা হলঃ তাঁদের ওই অশক্ত সন্তান, যা তাদের প্রিয়তম, নাড়ী ছেঁড়া ধন, সে কি
করবে তাঁদের অবর্তমানে। কোন উত্তর নেই। কয়েকটি স্থান ছাড়া আমাদের
দেশে এঁদের আবাসনের যা ব্যবস্থা আছে তা নিতান্তই অপ্রতুল এবং অনুপযুক্ত।
আমরা কল্যাণী ঘোষ পাড়া স্টেশনের কাছে
গঙ্গার ধারে প্রবীণদের জন্য একটি হাউসিং করছি। মোটামুটি ৩০ বিঘা জমির উপর ৩০০টি ফ্ল্যাট হওয়ার কথা আছে। এটি
হচ্ছে না-লাভ-না-লোকসানের ভিত্তিতে। আমাদের জমির যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে।
আশা করছি পূজোর পরই আমাদের বাড়ির কাজ শুরু হবে হবে। এই আবাসনে আধুনিক
সব ব্যবস্থা থাকবে, যথা, জেনারেল স্টোর, ওষুধের দোকান, হাসপাতাল, লাইব্রেরী, লাউঞ্জ, কার পার্কিং, জিম
(ফিজিওথেরাপীর যন্ত্র সহ), ২৪ ঘন্টা অ্যামবুলেন্স, অডিটোরিয়াম, রেস্টুরেন্ট,
মেডিটেশন রুম, পার্ক, পুকুর এবং সব থেকে বড় জিনিস ৯০০ ফুট
লম্বা গঙ্গার পাড় বরাবর স্ট্র্যান্ড, নিজস্ব ঘাট, জেটি আর বোট। ফ্ল্যাটগুলির সাইজ
হল মোটামুটি ৩৬০ স্কোঃ ফুঃ কার্পেট এরিয়া। প্রত্যেক ফ্ল্যাট
থেকে গঙ্গা দেখা যাবে। ফ্ল্যাটগুলি আমৃত্যু থাকার হিসাবে লিজ (life time
settlement) দেওয়া হবে। কোন ফ্ল্যাটের আবাসিকদের মৃত্যুর পর ফ্ল্যাটটি প্যানেলে নাম থাকা আর এক
প্রবীণ পেয়ে যাবেন এবং তখনকার বাজার মূল্য নমিনি ফেরত পেয়ে যাবেন। ফ্ল্যাটে
থাকাকালীন আপনি নিজে রান্না করে খেতে পারবেন বা জেনারেল কিচেনে খাবার অর্ডার করতে
পারবেন, লন্ড্রিতে কাচতে দিতে পারবেন। আপনার ঘরদোর বাথরুম
আমরাই পরিস্কার করে দেব। আপনি অসুস্থ হলে আমরাই আয়া দেব। আপনি বাইরে কোথাও গেলে, যেমন ব্যাঙ্ক ইত্যাদি আমরা সাথে লোক দেব। আপনি চলৎশক্তিহীন হলে আমরাই আপনাকে হুইল চেয়ারে করে ঘোরাব। ভেতরে ঘোরার জন্য ই-কার্ট থাকবে। ৫০ বছরের উর্দ্ধে যে কোন মানুষ এই ফ্ল্যাট পেতে
যোগ্যতাসম্পন্ন। এই আবাসনের বিশেষ বৈশিষ্ট্য হল, দু জন
ব্যক্তি ও তাঁর সাথে একজন নির্ভরশীল ব্যক্তি।
এই নির্ভরশীল ব্যক্তি হতে পারেন বাবা বা মা, অশক্ত সন্তান/ আত্মীয় বা ৪৫ বছরের উর্ধে
অবিবাহিত কন্যা। সন্তানহীন দম্পতি বা একাকী
মানুষের আমৃত্যু সব দায়িত্ব আমরা লিখিত পড়িত ভাবে নেব। আমরাই সৎকার, মাথা মুড়িয়ে শ্রাদ্ধ-শান্তি সব করব। কিন্তু আজকের আলোচনা হল
এই বিশেষভাবে সন্তানদের নিয়ে। আমরা বলেছি ‘অসুস্থ যেমন মেন্টাল
রিটার্ডেড, অটিস্টিক, সেরিব্রাল পলসি বা যে কোন ধরণের ডিসেবেল্ড সন্তান থাকলে আপনাদের অবর্তমানে আমৃত্যু সব দায়িত্ব সরকারীভাবে রেজিস্ট্রি করে নেব।‘
আমরা আগামী ১০ই সেপ্টেম্বর ২০২৩, রবিবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত নেহেরু
চিলড্রেন্স মিউজিয়ামের এসি অডিটোরিয়ামে বিশেষভাবে সক্ষম সন্তান আছে
এরকম পিতা/ মাতাদের নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করেছি। এই
আলোচনা সভার কারণ একটু ব্যাখ্যা করা যাক। ঘটনা হল, আমাদের আবাসনে ইতিমধ্যে ফ্ল্যাট
বুক করেছেন যে সব ব্যক্তি তাদের মধ্যে এই রকম পরিবার আছেন বেশ কয়েকটি। আরো অনেকেই
খোঁজ নিচ্ছেন। সঙ্খ্যাটি আমাদের বেশ ভাবিয়েছে।
আমরা যা করতে চলেছি তার কোন রোল
মডেল আমাদের হাতের কাছে নেই। তবু আমরা কিছু তো ভেবেছি। কি ভেবেছি তা সেদিন বলব সবার সামনে।
তাদের বাসস্থান বাবা-মায়েদের সাথে হবে না আলাদা বিল্ডিং-এ হবে, কোন
ভোকেশনাল ট্রেনিং বা তাদের সময় কাটানোর বিশেষ ব্যবস্থা থাকবে কি না। এই দিনের মিটিং এ আমরা আরো জানাব এখানে ফ্ল্যাট নিলে সম্ভাব্য কেমন
খরচ হতে পারে, থাকতে কেমন খরচ, স্পেশাল চাইল্ডরা কোথায় থাকবে, পিতামাতার মৃত্যুর পর সন্তানের প্রতিপালনে কেমন
খরচ হতে পারে, ইত্যাদি ইত্যাদি।
তার উপর আপনাদের যদি
কিছু পরামর্শ থাকে তাও আপনারা দিতে পারেন। আসুন সবাই মিলে একটা কিছু
করি যাতে ভারতের এই ভিন্নভাবে সক্ষম নাগরিকদের জন্য কিছু একটা করতে পারি আর তাঁদের
পিতা-মাতাকে শেষ জীবনে শান্তি দিই। চোখ বন্ধ করে ভাবুন তো, যদি আমাদের এরকম অবস্থা
হতো, তাহলে কি হতো?
বিশেষজ্ঞ ব্যক্তিদের মধ্যে থাকছেন শ্রী জয়ন্ত দাস,
স্পেশাল এডুকেটর ও ঠিকানা শিমলা গভর্নিং বডি মেম্বার, শ্রীমতি কুন্তী দে, সম্পাদিকা, সৃজন সভা, শ্রী সৌম্য রায় চৌধুরী, প্রিন্সিপ্যাল আর্কিটেক্ট, ডাঃ রুচিরা দাস
রায় চৌধুরী, আর্কিটেক্ট, শ্রী অমিত পাল, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, শ্রী অয়ন দাস, মেকানিকাল
ইঞ্জিনিয়ার ও আরো কিছু বিশেষজ্ঞ ব্যক্তি। সমগ্র
অনুষ্ঠানটি পরিচালনা করবেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী সুকুমার ঘোষ মহাশয়।
যাঁরা এটি পড়ছেন, অথচ তাঁদের এই
সমস্যা নেই, কিন্তু পরিচিত কারোর আছে, দয়া করে তাঁকে এই খবরটি জানান। যাঁদের এই ধরণের
সন্তান আছে এবং তাঁদের ভবিষ্যত নিয়ে চিন্তিত তাঁদেরকে এই অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাই।
*যাঁরা ইতিমধ্যে আমাদের আবাসনে নাম লিখিয়েছেন বা ফ্ল্যাট বুক করেছেন তাঁরা অবশ্যই আসুন।*
এই অনুষ্ঠান অংশগ্রহণে কোন মূল্য নির্ধারণ করা হয় নি। অনুষ্ঠান শেষে জলযোগের আয়োজন
আছে। নাম রেজিস্ট্রির জন্য অনুগ্রহ করে 9330843394 নম্বরে হোয়াটস্যাপ মেসেজ করুন। নিজের
নাম আর SPECIAL CHILD কথাটি লিখুন। আমাদের হাউসিং সম্পর্কে জানতে চাইলে নিজের নাম আর
HOUSING কথাটি মেসেজ করুন। অনধিক ২৪ ঘন্টার
মধ্যে সমস্ত তথ্য পাঠিয়ে দেওয়া হবে।
আব্দুল কালাম বলেছেন, ‘’স্বপ্ন মানুষ
ঘুমিয়ে দেখে না, স্বপ্ন হল সেটা যা মানুষকে ঘুমোতে দেয় না’’। যে যাই বলুক আমরা
কিছু একটা করবই। ব্যস আর কিছু বলার নেই।
THIKANA SHIMLA
Ashoknagar (Near Habra), N 24 Parganas -743272
9330843394 (WhatsApp), 8902043394
9.8.23
No comments:
Post a Comment