পঞ্চাশোর্দ্ধ কিশোর-কিশোরীদের বাজেট ট্যুর
অনেকেরই চাহিদা
কম খরচে ট্যুর। এবার তার আয়োজন। তবে এসি গাড়ি, এসি রুম, হোম পিক আপ, ইন্সটলমেন্ট ফেসিলিটি
এসব থাকছেই। এগুলো রেখেই কম খরচে করার চেষ্টা করেছি। আমরা ২০১৫ সাল থেকে ট্যুর করছি।
আগে আরো কম খরচে ট্যুর করানোর জন্য সস্তার হোটেল, সাধারণ গাড়ি – গাদাগাদি করে লোক নেওয়া,
সাধারণ খাওয়া, বাড়ি বাড়ি পিক আপ না করে গাড়ির খরচ বাঁচানোর জন্য নির্দিষ্ট এক জায়গা
থেকে গাড়ি ছাড়া – এই ভাবে ট্যুর করতাম। সস্তার ট্যুরগুলিতে যেমন হয় আর কি। কিন্তু দিনের
শেষে অনুভব করলাম এতে বয়স্ক মানুষগুলো বড় কষ্ট পান। যে দিন থেকে আমরা হোম পিক আপ, এসি
গাড়ি, মেডিকেল সিস্টেম রাখা শুরু করেছি, সেদিন থেকে আমাদের সাথে যাঁরা যান তাঁরা স্বস্তির
নিঃশ্বাস ফেলেছেন। এই টুকু পড়ে যাঁদের মনে হচ্ছে কথাগুলো সঠিক তাঁরা নিচের দিকে আরো
পড়তে থাকুন। আর যাঁদের মনে হয় আমরা প্রচুর টাকা নিই এবং প্রচন্ড প্রচন্ড লাভ করি তাঁদের
কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক ট্যুর অপারেটর আছে, আরো আরো কম খরচে ট্যুর করার জন্য তাদের সাথে যোগাযোগ
করুন। ঠিকানা শিমলা শুধু ট্যুর অপারেটর নয়। এটি প্রবীণদের জন্য একটি সংস্থা। আমাদের
আরো অনেক রকম প্রজেক্ট আছে, যার মধ্যে ট্যুর একটি মাত্র। এই ট্যুর থেকে যে লাভ হয়,
তা প্রবীণদের জন্যই খরচ হয়। যেমন সারা বছর ধরে কলকাতায় এবং আমাদের অশোকনগর আবাসনে বহু
নিঃশুল্ক অনুষ্ঠান হয়। তার খরচ প্রধানতঃ এই ধরণের ট্যুর, পিকনিক থেকে আসে। আমরা ডোনেশনের
জন্য কারোর কাছে হাত পাতি না। আমরা প্রবীণদের
বিভিন্ন রকম পরিষেবা দিয়ে রোজগার করি। সেই জন্য আমরা একটা কথা বলি, সেটা হল – ঠিকানা
শিমলা প্রবীণদের নিজস্ব সঙ্গঠন এবং এর প্রতিটি পাই পয়সা, সম্পদ প্রবীণদেরই। যাঁরা আমাদেরকে শুধুমাত্র মুনাফাখোর ব্যবসায়ী মনে
করেন, তাঁরা আমাদের সঙ্গ এড়িয়ে নিজেদেরকে ভালো রাখুন ও আমাদেরকেও আমাদের মত থাকতে দিন।
এবারে আমাদের
ট্যুর হচ্ছে লালগোলা রাজবাড়ি, মুক্ত কারাগার ও কয়েদীদের সাথে আলাপ, লালগোলার গর্ব এম
এন অ্যাকাডেমি, পদ্মা নদী, পদ্মা নদীর ধারে পিকনিক, হাজারদুয়ারী, মতিঝিল লাইট এন্ড
সাউন্ড, কিরিটেশ্বরী মন্দির, পলাশী, ইত্যাদি,
ইত্যাদি, ইত্যাদি। তারিখ ৭ই অক্টোবর থেকে ১১ই অক্টোবর ২০২৩। মানে ৪ রাত ৫ দিন। ৫০ বছরের উর্দ্ধে যে কেউ এই ট্যুরে সঙ্গী হতে পারেন।
স্বামী ৫০ এর উপর, কিন্তু স্ত্রী ৫০ এর নিচে – এই ধরণের কাপল গ্রাহ্য। একা মহিলারাও
যেতে পারেন। খরচ মাথাপিছু ১০,০০০ থেকে শুরু।
এসি গাড়ি, এসি রুম, এসি ডাইনিং হল, হোম পিক আপ ও ড্রপ। যাঁরা আমাদের কোন পেইড প্রোগ্রামে অন্ততঃ ১০০ টাকা
দিয়েছেন, তাঁদের জন্য ইন্সটলমেন্ট ফেসিলিটি এইরকম সব ব্যবস্থা আছে।
ফেসবুকের পাতায়
বিশদে জানাতে না পারার জন্য দুঃখিত। মন্তব্যের ঘরেও কিছু বলা সম্ভব নয়। যাঁরা বিশদে জানতে চান, যেমন বিশদ খরচ, বুকিং ও ক্যান্সেলসন
পলিসি, পিক আপ ও ড্রপ পলিসি, ট্যুর ইটিনিরারি ইত্যাদি, তাঁরা 9330843394 নম্বরে হোয়াটস্যাপ
করুন নিজের নাম আর BUDGET TOUR কথাটি। আমরা অনধিক ২৪ ঘন্টার মধ্যে পিডিএফ ফর্মাটে ট্যুর ইটিনিরারি, বিভিন্ন ভিডিও, রুম ও হোটেলের
ছবি, স্পটগুলির ছবি সব পাঠিয়ে দেব। তারপর সব দেখা ও পড়ার পর আরো কিছু জানতে নির্দ্দিধায়
ফোন করুন (9330843394)। আপনি আমাদের কাছে তথ্য জানতেই পারেন। আমরা পাঠিয়েও দেব। কিন্তু
আমরা নিজে থেকে ফোন করি না। তবে ফোন ২৪ ঘন্টা খোলা, যা জানতে চাইবেন, তার উত্তর দেব।
যতবার ইচ্ছা ফোন করতে পারেন।
যাঁরা নতুন,
আমাদের সাথে যেতে কনফিডেন্স পাচ্ছেন না, বা কোন অজানা অচেনা সংস্থায় টাকা পাঠাতে ভয়
পাচ্ছেন, তাঁরা চাইলেই আমাদের পুরানো ট্যুরগুলির ফোন নম্বর সহ ট্যুরিস্ট লিস্ট পাঠিয়ে
দেব। জেনে নিতে পারবেন আমাদের সম্পর্কে, আমাদের পরিষেবা সম্পর্কে। এই লিস্টে অনেকেই
আছেন যাঁরা আমাদের সাথে একাধিকবার ট্যুর করেছেন। তবে এটুকু বলে রাখি, যেহেতু এটা একটা
বাজেট ট্যুর তাই আগের অনেক ট্যুরগুলির সাথে সার্ভিস মিলবে না। বিশদে জানতে এই ট্যুরের
ইটিনিরারিটা মন দিয়ে পড়ুন।
THIKANA
SHIMLA
A Welfare
Organisation for The Elderly
Ashoknagar,
Near Habra, N 24 Parganas – 743272
WhatsApp:
9330843394
E mail: thikana_shimla@yahoo.co.in
www.facebook.com/thikanashimla
13.8.2023
No comments:
Post a Comment