গঙ্গার ধারে
প্রবীণ- প্রবীণাদের ফ্যামিলি পিকনিকঃ শীত বেলাতে নৌকা বিহার
আপনারা অনেকেই
জানেন যে কল্যাণীর কাছে একদম গঙ্গার ধারে ঠিকানা শিমলার সিনিয়ার সিটিজেন হাউসিং হতে
চলেছে। অনেকটা বড় জায়গা। সেইখানেই এবারের পিকনিক। প্রবীণরা নিজেরা ও তাঁদের পরিবারের
অপ্রবীণ সদস্যদের নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। তবে যিনি টিকিট কাটবেন তাঁকে অবশ্যই প্রবীণ
বা প্রবীণা হতে হবে।
তারিখ ঠিক হয়েছে
২২শে জানুয়ারী ২০২৩। সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সকালে ব্রেকফাস্ট, দুপুরে
বুফে লাঞ্চ, ঘুরে ফিরে খাবার জন্য ফুচকা, ভেলপুরি, শীতের পাটি সাপটা, আরো কিছু থাকবে।
থাকবে নরম ও গরম পানীয়। লাঞ্চে মাটন, মুরগী, মাছ, নিরামিষ সব রকমের ব্যবস্থা থাকবে।
থাকবে গঙ্গাতে ঘোরার জন্য বোটিং-এর ব্যবস্থা।
যাঁরা ট্রেনে
আসবেন, তাঁদের জন্য কল্যাণী ঘোষপাড়া স্টেশনের গায়ে কল্যাণী ইউনিভার্সিটির গেট থেকে
অকুস্থলে নিয়ে যাবার জন্য ও অনুষ্ঠান শেষে একই স্থানে পৌঁছে দেবার জন্য বাহন থাকবে।
যাঁরা নিজেদের গাড়িতে আসবেন, তাঁদের গাড়ি রাখার ব্যবস্থাও থাকবে।
নির্ভেজাল পিকনিক
ভাবলে পিকনিক, আবার যাঁরা আমাদের হাউসিং সম্পর্কে শুনেছেন, তাঁদের এই সুযোগে জায়গাটা
দেখা হয়ে যাবে। একদিনের ভালোই উপভোগ্য ভ্রমণ হয়ে যাবে সপরিবারে।
খরচ মাথাপিছু
১১৯৯ টাকা। এর মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ ও অন্যান্য সব রকমের খাবার, বোটিং, মাথা পিছু
২টি করে নরম/ গরম পানীয়ের কুপন থাকবে। এর বেশী পানীয়ের প্রয়োজন হলে ন্যায্যমূল্যে কিনে
খাবার ব্যবস্থা থাকবে।
টিকিট কাটতে
হবে নিচের লিঙ্কেঃ
https://allevents.in/kalyani/senior-citizen-family-picnic/80003400284176?ref=popup-sharing-modal
THIKANA
SHIMLA,
Ashoknagar,
N 24 Parganas – 743272
WhatsApp:
94330843394
E mail: thikana_shimla@yahoo.co.in
No comments:
Post a Comment