ঠিকানা শিমলার সিনিয়ার সিটিজেন বিজয়া সম্মিলনীঃ সবার আহ্বান
১৪ই নভেম্বর ২০২১, রবিবার, সকাল ১০টা। অশোকনগরে আমাদের আবাসনে। শুধুমাত্র প্রবীণ-প্রবীনাদের জন্য। নিঃশুল্ক। করোনা
আবহাওয়ায় দমবন্ধ করা পরিবেশে আসুন সবাই মিলে একটু মজা করি। পানীয়, মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা
থাকবে। ব্রেকফাস্ট থাকবে না। থাকবে স্যানিটাইজেশনের সব রকম ব্যবস্থা। যে কোন ধর্মের
মানুষ স্বাগত। কি হবে নাকি? এই ফাঁকে আপনাদের দেখা হয়ে যাবে আমাদের আবাসন। আমরা প্রধানতঃ
অসুস্থ প্রবীণ-প্রবীণাদের রাখি বরাবরের জন্য। করোনা আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমরা
আরো বেশী আধুনিক ও সম্পুর্ণ হয়েছি। আপনারা আসুন দেখে যান।
আসতে চাইলে একটাই কাজ। হোয়াটস্যাপ (9330843394) করুন আপনার
নাম, বয়স আর BEJOYA কথাটি। একটি হোয়াটস্যাপ নম্বরে একটিই নাম রেজিস্টার করা যাবে। আপনার
নাম নথিভুক্ত করার অধিকার সংস্থার। আপনার নাম নথিভুক্ত হলে ২৪ ঘন্টার মধ্যে জানিয়ে
দেওয়া হবে। রেজিস্ট্রেশনের পর আপনাকে পথ নির্দেশ সহ অন্যান্য নির্দেশ পাঠিয়ে দেওয়া
হবে। একটি নির্দিষ্ট সময় বা সদস্য সঙ্খ্যার পর রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে। শুধু একটাই
অনুরোধ। কোন কারণে আসতে না পারলে দয়া করে আপনার রেজিস্ট্রেশন ক্যান্সেল করে আমাদেরকে
সহায়তা করুন। আমাদের সাথে আপনার সম্পর্ক ভালো রাখুন। আপনার জন্য বরাদ্দ খাদ্য পানীয়ের অপচয় রোধ করুন।
আরেকটি ছোট অনুরোধ। আপনার গাড়ির ড্রাইভারের জন্য খাবার আপনাকেই
ব্যবস্থা করতে হবে। ড্রাইভারকে অনুষ্ঠানে থাকার অনুরোধ গ্রাহ্য হবে না। ওই দিনের জন্য
আমাদের প্রাঙ্গনে গাড়ির রাখার ব্যবস্থা থাকবে না। তবে আপনার গাড়ি রাখার জন্য আমরা অন্য
ব্যবস্থা করছি।
THIKANA SHIMLA RESIDENTIAL SENIOR CITIZEN CLUB
Bagpara, Ashoknagar Kachua, Near Habra, N 24 Parganas
– 743272
9330843394 (WhatsApp), 8902043394
thikana_shimla@yahoo.co.in
17.10.21
No comments:
Post a Comment