Friday, 21 May 2021

SAFE HOME/ QUARANTINE HOME FOR ELDERLY PERSONS

 


প্রবীণদের জন্য সেফ হোম/ কোয়ারান্টাইনের ব্যবস্থা

 

কোভিডের বিরুদ্ধে আমরাঃ প্রবীণদের জন্য। করোনার দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আবার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা। এই করোনায় প্রবীণদের অবস্থা বড় ভয়ঙ্কর। বড় অসহায় হয়ে পড়েছেন এঁরা। শহরাঞ্চলে অনেক প্রবীণ-প্রবীণা একা ফ্ল্যাটে থাকেন। এই করোনার প্রাক্কালে এঁদের বাড়ি থেকে বেরোন বন্ধ, কাজের লোক আসছে না – বড় করুণ চিত্র। প্রচুর প্রবীণ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতাল থেকে বাড়ি ফিরে এঁদের পক্ষে জীবন নির্বাহ কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

 

আমরা প্রবীণ করোনা পেশেন্টদের জন্য ব্যবস্থা করেছি। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সব রকম আপদকালীন ব্যবস্থা মজুত – যেমন অক্সিজেন কনসেনট্রেটর, বাইপ্যাপ, মনিটর, নেবুলাইজার, ইসিজি, স্যালাইন ব্যবস্থা ইত্যাদি।  কোন প্রবীণ-প্রবীণার করোনা হয় নি কিন্তু কাজের লোক না আসার দরুণ বাড়িতে একা থাকা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, বা করোনা হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, হাসপাতাল থেকে ছেড়ে দিচ্ছে – কোয়ারান্টাইনে থাকতে বলেছে – এই ধরণের প্রবীণেরা আমাদের এখানে এসে কিছু দিন কাটিয়ে যেতে পারেন। এটি একটি অসুস্থ প্রবীণদের জন্য নির্দিষ্ট আবাসন, হাসপাতাল নয় – আমরা করোনা রুগীর চিকিৎসা করি না, তাঁদের শুশ্রষা দিই এবং  ডাক্তারবাবুরা রোগীর জন্য যে নির্দেশ দেন তা পালন করি।

 

আমরা দুঃখিত, বর্তমানে আমরা কাউকে সিঙ্গল রুম দিতে পারব না। সব গেস্ট রুম ও আরো কিছু রুম আমরা তিন শয্যা বিশিষ্ট করেছি। প্রচন্ড চাহিদা – তাই সব শেয়ারিং করতে বাধ্য হয়েছি। বেশীরভাগ রুম এসি করা হয়েছে। আরো হচ্ছে।  ঘরগুলি হল 18x16 ফুট সাইজের, সাথে  গিজার, কমোড সহ অ্যাটাচড বাথ যার সাইজ 5x8।  24 ঘন্টার জন্য নার্স, আয়া, ডাক্তার আছে। আছে দুবেলা রুটিন চেক আপ। খরচ 1500 টাকা প্রতিদিন। নন-কোভিড 1000 টাকা প্রতিদিন।  কোন লুকানো খরচ নেই। কোন ডিপোজিট লাগে না। এই খরচের মধ্যে থাকা, খাওয়া, আয়া, নার্স (শুধু কোভিড), রুটিন চেক আপ, ব্রিদিং এক্সারসাইজ (শুধু কোভিড), জামা কাপড় কাচা ইত্যাদি ধরা আছে। এর বাইরের খরচ হল, অন্যান্য ডাক্তারি, ল্যাবরেটরী পরীক্ষা-নিরীক্ষা, ফিজিওথেরাপি, ওষুধ পত্র, অক্সিজেন বা অন্যান্য ডাক্তারী যন্ত্রপাতির ব্যবহার ইত্যাদি। রোগীকে হাসপাতাল/ বাড়ি থেকে নিয়ে আসা বা বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। এর খরচ আলাদা। আমাদের গতিবিধি পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড – যা চার চাকায়/ অ্যাম্বুলেন্সে যাতায়াত করা যায়।

 

বিশদে জানতে হোয়াটসয়াপ (9330843394) করে নিজের নাম আর COVID কথাটি লিখুন। অনধিক ২৪ ঘন্টার মধ্যে আমরা সব জানিয়ে দেব। ঘরের ছবিও দিয়ে দেব। আপনার কোন প্রশ্ন থাকলে তার জবাবও দেব। আপনাকেও আমাদের কিছু প্রশ্নের জবাব দিতে হবে। সব রকম পরীক্ষার কাগজ পাঠাতে হবে। ই মেলও (thikana_shimla@yahoo.co.in) করতে পারেন। আমরা দুঃখিত ফোনে, ফেসবুকে, মেসেঞ্জারে জবাব দেওয়া সম্ভব নয়। যা হবে লিখিত ভাবে হোয়াটসয়াপ, ই মেলের মাধ্যমে।

 

এই প্রবীণ আবাসনের অবস্থান হাবড়ার কাছে অশোকনগরে। বারাসাত থেকে ২২ কিমি, এয়ারপোর্ট থেকে ৩২ কিমি। আপনারা হোয়াটসয়াপে জানিয়ে আগে এসেও দেখে যেতে পারেন। এই আবাসনে প্রধানতঃ অসুস্থ প্রবীণদের বরাবরের জন্য রাখা হয়। একবার এসে দেখে যেতে আর আমাদের সাথে দুটো ডালভাত খেতে অনুরোধ রইল।  

 

THIKANA SHIMLA

Assisted Senior Living Accommodation

Ashoknagar (Near Habra), N 24 Parganas- 743272

WhatsApp: 9330843394

Telegram: 9330843394

E mail: thikana_shimla@yahoo.co.in

www.thikanashimla.in

www.thikanashimla.blogspot.in

www.facebook.com/thikanashimla

10.5.2021

 


No comments:

Post a Comment