*50 Plus
Compnionship Pragram 2024*
প্রকৃতির নিয়মে
নারী-পুরুষ একে ওপরের পরিপূরক। দুজনেরই প্রয়োজন দুজনকে। একা একা বাঁচা যায় না, বেঁচে থাকতে গেলে অন্ততঃ একজন কাছের মানুষ দরকার
হয়, যার হাত ধরলে মনের আরাম হয়। বর্তমান সময়ে একাকীত্ব এক ভীষণ অসুখ যা মানুষকে ভেতর
থেকে ক্ষয় করে দিচ্ছে। প্রবীণ-প্রবীণাদের একাকীত্ব তার পরিবারের কমবয়সী সদস্যদের দ্বারা
কাটে না। নারী–পুরুষের আকর্ষন সব প্রাণীতেই বিদ্যমান। শেষ বয়সে এসে বিপরীত লিঙ্গের
সাহচর্য একান্তভাবে কাম্য এবং আবশ্যিকও বটে। এমনকি এক জন থাকলে ভালো হয় না, যে রাতে
ছোট্ট একটা মেসেজ পাঠাবে, ‘রাতের ওষুধটা খেয়েছ তো?’
দীর্ঘ আট বছর ধরে আমরা প্রবীণদের ম্যাচ মেকিং নিয়ে
প্রোগ্রাম করে আসছি। এত দিন আমরা কলকাতার কোন অডিটোরিয়ামে করতাম। তাতে অনেকের সমস্যা
হচ্ছিল। বক্তব্য ছিল এটাই যে, অডিটোরিয়ামে অনুষ্ঠান হওয়ার জন্য মেলামেশার সুযোগ পাচ্ছিলেন
না। তাই এবার সিদ্ধান্ত বদল। এবারে আমরা হাবড়ার কাছে অশোকনগরে আমাদের আবাসনে আয়োজন
করেছি এই আসরের। এখানে প্রচুর জায়গা – গাছ-গাছালি ভরা সুন্দর সবুজ পরিবেশ। মেলামেশার
প্রচুর সুযোগ।
তারিখ ঠিক হয়েছে আগামী ৪ঠা আগস্ট ২০২৪, রবিবার। সকাল
১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
পঞ্চাশের উপর যে কোন অবিবাহিত/ বিধবা/ বিপত্নীক/ ডিভোর্সি/
সেপারেটেড পুরুষ ও মহিলা এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
আমরা প্লাটফর্ম দিই মাত্র। আপনার সঙ্গিনী/ সঙ্গী নির্বাচনের
দায়িত্ব আপনারই। তার সাথে বন্ধুত্ব করবেন, না প্রেম করবেন, না বিয়ে করবেন সেটা আপনাদের
যৌথ সিদ্ধান্ত। তবে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রত্যেককে একটি সেল্ফ ডিক্লারেশন ফর্মে
সই করতে হবে। কোন প্রমান পত্রের প্রয়োজন নেই। আমাদের সংস্থায় নথিভুক্ত পুরুষদের কাছ
থেকে নথিভুক্ত মহিলারা প্রতারিত হলে তার সুরক্ষা আমরা দেব। তবে সবিনয়ে একটা কথা আপনাদের
জানাই যে শুধুমাত্র ফ্রিতে যৌন সঙ্গিনী/ সঙ্গী খোঁজার জায়গা এটা নয়। ওর জন্য আপনার
আশে পাশে অনেক প্রফেসনাল জায়গা পেয়ে যাবেন। কারোর এই ধরণের মতলব থাকলে আমাদের সংস্থাকে
পরিহার করাই শ্রেয়। বেঠিক মানুষকে আমরা ঠিক ধরে ফেলব। আমাদের কড়া কথায় কারোর মানে লাগলে
আমাদের কিছু করার নেই। আট বছর ধরে বছরে একবার করে এই অনুষ্ঠান করে আমরাও অনেক কিছু
শিখেছি ও দেখেছি। আমরা সেই ধরণের একাকী মানুষদের কাছে পৌঁছাতে চাইছি যাঁরা মনের মতো
একজন বন্ধু পেলে আরো কিছু দিন বেশী বাঁচবেন।
এই অনুষ্ঠানটি সাধারনতঃ নিঃশুল্ক হয়। তবে এবারে সকালের
জল খাবার ও দুপুরের মধ্যাহ্ন ভোজের জন্য ৫০০ টাকা শুল্ক (অনলাইনে টিকিট কাটার জন্য
জিএসটি, প্ল্যাটফর্ম ফি ইত্যাদি মিলিয়ে ৫৩০ টাকার মত) ধার্য্য করেছি। অন লাইনে সবাইকে
টিকিট কাটতে হবে। লিঙ্ক নিচে দেওয়া হল। মহিলারা অনুষ্ঠানে যোগ দেওয়া মাত্র ৫০০ টাকা
ফেরত পেয়ে যাবেন। না যোগ দিলে কোন ফেরত নয়।
হার্ড ড্রিঙ্কসের ব্যবস্থাও আছে। সে ক্ষেত্রে টিকিটের
দাম ৮০০ টাকা। তিনটি কুপন পাবেন। মহিলারা এই টিকিট কাটলেও ৫০০ টাকাই ফেরত পাবেন।
গাড়ি রাখার ব্যবস্থা আছে। ড্রাইভারের খাবারের (ব্রেকফাস্ট
ও লাঞ্চ) কুপন অফেরতযোগ্য ৩০০ টাকা। ড্রাইভারদের ভেতরে থাকার অনুমতি দেওয়া হবে না।
কলকাতা থেকে আসার জন্য আমরা এসি গাড়ির ব্যবস্থা করেছি। মধ্য কলকাতার কোথাও থেকে ছাড়বে।
আবার ওইখানেই ফিরিয়ে দেবে। কমপক্ষে ১০ জন হলে মাথাপিছু ৬০০ টাকা করে খরচ হবে। এর জন্য
টিকিট কাটার পর আমাদের সাথে যোগাযোগ (9330843394 WhatsApp message only) করবেন। কমপক্ষে
১০ জন হলেই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তখন টাকা জমা দেবেন।
যাঁরা টিকিট কাটবেন তাঁদের সবাইকে যথাযময়ে পথ নির্দেশ
পাঠিয়ে দেওয়া হবে।
যিনি টিকিট কাটবেন, তাঁকে উপস্থিত হয়ে আগে সেলফ ডিক্লারেশন
ফর্মে সই করতে হবে। কেউ অস্বীকার করলে তাঁকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।টাকাও ফেরত
হবে না। সেলফ ডিক্লারেশনের কপি আগেভাগে দেখতে চাইলে WhatsApp 9330843394 নম্বরে মেসেজ
করুন।
অনুষ্ঠানে যেসব মহিলারা নাচবেন বা গাইবেন তাঁদের গিফট
দেওয়া হবে। পুরুষরাও নাচতে বা গাইতে পারেন। সেক্ষেত্রে উপহার প্রযোজ্য নয়।
এবারে দর্শক হিসাবে কাউকে যোগদানের অনুমতি দেওয়া হচ্ছে
না।
সাইকোলজি, সোসিওলজির ছাত্র-ছাত্রী, গবেষক/ গবেষিকা,
শিক্ষক/ শিক্ষিকা উপযুক্ত প্রমাণের ভিত্তিতে বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন। তাঁদের
সব রকম খাবার ফ্রি।
টিকিট কাটার লিঙ্কঃ https://allevents.in/habra/80008348344011
THIKANA SHIMLA
A Welfare
Organisation for the Elderly
Ashoknagar,
Near Habra, N 24 Parganas – 743272
WhatsApp:
9330843394
E mail: thikana_shimla@yahoo.co.in
www.facebook.com/thikanashimla
14.6.24