আপনারা অনেকেই জানেন যে Thikana Shimla কল্যাণীর কাছে গঙ্গার ধারে প্রায় ত্রিশ বিঘা জমির উপরে না-লাভ-না-লোকসানের ভিত্তিতে একটি সিনিয়ার সিটিজেন হাউসিং গড়ে তোলার প্রচেষ্টায় ব্যপ্ত আছে। এই উপলক্ষ্যে আগামী ১২ই জানুয়ারী ২০২৪ তারিখ বিবেকানন্দের জন্মদিনে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত কলকাতায় এক্সাইড মোড়ের কাছে নেহেরু চিল্ড্রেন্স মিউজিয়ামের অডিটরিয়ামে একটি সাধারণ সভার আয়োজন করা হয়েছে। এই সভা প্রচারমূলক। এখানে আমরা ব্যক্ত করব আমাদের পরিকল্পনা।
পশ্চিমবাংলায়
সিনিয়ার সিটিজেন হাউসিং ধারণাটি নতুন। দক্ষিণ ভারতে, পুনে, ব্যাঙ্গালোর ইত্যাদি কিছু
জায়গায় এই ধরণের হাউসিং দেখা যায়। মানুষ বৃদ্ধাশ্রম কথাটির মানে সম্যকভাবে অবগত। অনেকের
কাছে সিনিয়ার সিটিজেন হাউসিং কথাটি নতুন। অনেকেই সাধারণ হাউসিং কমপ্লেক্স বা অ্যাপার্টমেন্টের
সাথে গুলিয়ে ফেলেন। অনুরোধ জানাই গুগুলে গিয়ে Senior Citizen Housing কথাটি লিখে আগাম
ধারণা করে নিন এবং Senior Citizen Housing in India লিখে খরচ সম্পর্কে ধারণা তৈরী করুন।
খুব কম কথায়
বলা যাতে পারে যে সিনিয়ার সিটিজেন হাউসিং হল এমন একটি হাউসিং কমপ্লেক্স, যেখানে প্রবীণদের
স্বাধীনভাবে বসবাসের উপযুক্ত পরিবেশ পাওয়া যায়। চিকিৎসা ব্যবস্থা সহ বসবাসের সব রকম
উপকরণ একই জায়গার মধ্যে সীমাবদ্ধ। ফ্ল্যাটে নিজে নিজে থাকা যায়, আবার প্রয়োজনে খাবার,
লন্ড্রি, গাড়ি, চিকিৎসা, সাধারণ স্টোর, ওষুধ – এই ধরণের সব রকম পরিষেবা অর্থের বিনিময়ে
পাওয়া যায়। বৃদ্ধাশ্রমের তুলনায় প্রাথমিক খরচ বেশী হয়, আবার থাকার খরচ কম হয়।
আমাদের এই ব্যবস্থায়
আপনি আজীবন (অসুস্থ, চলৎশক্তিবিহীন হয়ে পড়লেও) থাকতে পারবেন, আবার ইচ্ছা হলে যে কোন
দিন টাকা ফেরত নিয়ে ছেড়ে চলে যেতে পারবেন। আজীবন থাকার পর মৃত্যু হলে আপনার নমিনি তখনকার
বাজার মূল্য ফেরত পাবেন। এই ফ্ল্যাটগুলি জীবন স্বত্বের ভিত্তিতে হস্থান্তরিত হবে, যা
কোন দিনই উত্তরাধিকারীরা ভোগ দখলের অনুমতি পাবেন না।
আমাদের আরো
কয়েকটি বৈশিষ্ট্য হল যে একাকী প্রবীণ-প্রবীণা, সন্তানহীন দম্পতি, বিশেষভাবে সক্ষম
সন্তান সহ দম্পতি এখানে আজীবন থাকতে পারবেন। আমরা আমৃত্যু সব দ্বায়িত্ব নেব।
আর কিছুদিনের
মধ্যে এই ফ্ল্যাট বানানো শুরু হবে। এখন সাইট অফিস, গোডাউন বানানোর কাজ চলছে। ইতিমধ্যে
প্রথম, দ্বিতীয় অ্যালটমেন্ট হয়ে গিয়েছে ও তৃতীয় ফেজের অ্যালটমেন্টের কাজ চলছে। এই হাউসিং-এ
নাম নথিভুক্ত করতে ১০০০ টাকা দিয়ে নাম রেজিস্ট্রি করতে হয়। ৫০ বছরের উপর যে কেউ নাম
নথিভুক্ত করতে পারেন। ফ্ল্যাটের দাম আনুমানিক ৩০ লাখ টাকার উপর দাঁড়াবে। আর স্পেশাল
চাইল্ড থাকার জায়গার জন্য আরো দশ লাখ টাকা মতো লাগতে পারে। এই টাকা ইন্সটলমেন্টে নেওয়া
হবে।
সজ্ঞানে আমরা
এই সেমিনারের অংশগ্রহণ মূল্য ২০০ টাকা (অফেরতযোগ্য) করেছি। আমরা সাধারনতঃ শিক্ষামূলক
সেমিনারগুলির যোগদানের ক্ষেত্রে কোন রকম টাকা পয়সা নিই না। সব ধরণের প্রবীণ-প্রবীণাদের
জন্য উন্মুক্ত থাকে। এবারে নিচ্ছি, কেন না আমরা চাই যে যাঁদের সত্যিকারের প্রয়োজন এবং
উপরোক্ত টাকা ব্যয়ের ক্ষমতা আছে, তাঁরাই আসুন।
উপরোক্ত লেখা
পড়ে যাঁদের মনে আরো কিছু ঔৎসুক্য জন্মাচ্ছে তাঁরা নিজের নাম আর Housing কথাটি
9330843394 নম্বরে হোয়াটস্যাপ মেসেজ করুন। অনধিক ২৪ ঘন্টার মধ্যে আপনাকে হাউসিং সংক্রান্ত
যাবতীয় সব তথ্য, জায়গার লোকেশন, টিকিট কাটার লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। আমরা কাউকে ফোন
করি না। শুধুমাত্র মেসেজ করলেই লিখিত ভাবে তার উত্তর দিই। তাই অনর্থক ফোনে বিব্রত হওয়া
থেকে রেহাই।
এই সেমিনারে
আমরা প্রথমে আমাদের প্রজেক্টের বর্ননা দেব। তারপর আপনাদের প্রশ্নের উত্তর দেব। আপনাদের
জানিয়ে রাখি যে প্রধানতঃ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এক ঝাঁক তরুণ-তরুণী ইঞ্জিনিয়ার
এই প্রকল্প রূপায়িত করছে। এরা হল সৌম্য, রুচিরা, অমিত, অয়ন এরকম বেশ কয়েকজন। অভিজ্ঞদের
মধ্যে আছেন শ্রী দেবরাজ মিত্র, শ্রী জীবন ধর, শ্রী প্রদীপ বিশ্বাস প্রমূখ। ওইদিন এঁরা
সবাই আপনাদের প্রশ্নের উত্তর দিতে হাজির থাকবেন।
সেমিনার শুনে
ভালো লাগলে এগোতে থাকুন। প্রথমে অশোক নগরে আমাদের আবাসনে এসে আমরা কারা দেখে যান। সে
দিন দুপুরে আমাদের সাথে দুটো ডাল ভাত খাওয়ার আগাম আমন্ত্রণ রইল। এর পরের কাজ হল লোকেশন
দেখা। এর পরে কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনার ব্যপার। ওই যে আগেই বলেছি আমরা নিজে থেকে
ফোনে বা মেসেজ করে কাউকে বিব্রত করি না। আমরা একটি এন জি ও সংস্থা। আমরা সদস্য খুঁজতে
ব্যপৃত হয়েছি, খদ্দের খুঁজতে নয়।
অনুষ্ঠান শেষে
সামান্য জলপানের ব্যবস্থা আছে। গাড়ি রাখার ব্যবস্থা আছে।
Link for
purchasing ticket: https://allevents.in/kolkata/seminar-on-senior-citizen-housing/80003354714379?ref=smdl
Seminar
on
Constructing
Senior Citizen Housing
Thikana
Shimla is going to build a senior Citizen Housing near Kalyani, Nadia at the
bank of the River Ganges, on approx. 10 acres of land.
Senior Citizen Housing is a “residential community or housing complex designed for older
adults who are generally able to care for themselves; however,
assistance from home care agencies is allowed in some communities, and
activities and socialization opportunities are often provided. Some
of the characteristics typically are: the community must be age-restricted or age-qualified, residents must be partially or fully
retired, and the community offers shared services or amenities.” Ref:
Senior
living - Wikipedia
On 12th January 2024 from 3 to 6 pm at Nehru
Children’s Museum Auditorium (Kolkata, near Exide More bus stop) a seminar is
going to be organized to discuss our Senior Citizen Housing. A group of young Engineers, mostly passed out from Jadavpur University
and other dignitaries will elaborate on the concept.
Any person above 50 yrs. can register his/ her name for the flat.
Single elderly, childless couples, and couples with a special child can stay
here up to their lifetime. After their
death, the money according to the then valuation will be refunded to the
nominee. No inheritance will be allowed. The cost of the flat will be approximately 30 lakh and the cost of
the place for a special child is approx. 10 lakh.
Already first and second phase allotment is done. Now the
third phase of allotment is going on.
The entry fee for this seminar is Rs. 200 per head (non-refundable). Food will
be supplied after the seminar is over. Car parking is available.
Link for
purchasing ticket: https://allevents.in/kolkata/seminar-on-senior-citizen-housing/80003354714379?ref=smdl
THIKANA SHIMLA RESIDENTIAL SENIOR CITIZEN CLUB
Ashoknagar, Near Habra, N 24 Parganas – 743272
www.facebook.com/thikanashimla
wap: 9330843394
E mail: thikana_shimla@yahoo.co.in
10.12.23
No comments:
Post a Comment