SENIOR CITIZEN
BEAUTY CONTEST
AND ANNUAL GET
TOGETHER
8th
November, 2015, Sunday, from 10 am
Venue: THIKANA SHIMLA RESIDENTIAL SENIOR CITIZEN CLUB
Delhi Road, Simla, Serampore-3, Hooghly , M: 9330843394
Nearest Rly Stn: Serampore, Bus: 26A, 40, Bust Stop:
Simla Power House
www.elderpeoplehome.org,
www.facebook.com/thikanashimla,
E mail: info@elderpeoplehome.org, thikana_shimla@yahoo.co.in
এই অনুষ্ঠানে যে কোন বয়সের ব্যক্তি অংশগ্রহণ করতে পারেন। আমাদের সংস্থার জন্মদিন
উপলক্ষে এটি প্রত্যেক বছর পালিত হয়ে থাকে। অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে যারা প্রবীণ তারা স্বাভাবিকভাবে বিউটি
কন্টেস্টের প্রতিযোগী বা প্রতিযোগিনী হিসাবে বিবেচিত হবেন। এটি একটি মজার অনুষ্ঠান। আমরা প্রবীণদের মনের সৌন্দর্য বিচারেই আগ্রহী। বিচার্য বিষয়গুলি হল মোটামুটি এইরকমঃ শরীর ও স্বাস্থ্য, বাস্তববোধ, সমাজ ভাবনা,
সাংসারিক জ্ঞান, অধ্যাত্ম ও মনন ইত্যাদি। বয়স অনুসারে দুটি বিভাগ করা হয়। ৬০-৭০ এবং
৭১ ও তদুর্ধে। পুরুষ ও
মহিলা আলাদা বিভাগ হিসাবে বিবেচিত হন। পুরষ্কার প্রাপকরা ‘প্রবুদ্ধ প্রবীন’ বা ‘প্রবুদ্ধ
প্রবীণা’ হিসাবে বিবেচিত হবেন।
অনুষ্ঠান শুরু ঠিক
সকাল ১০টায়। সকালে চা, দুপুরে আমিষ বা নিরামিষ মধ্যাহ্ন ভোজ ও বিকালে চায়ের
ব্যবস্থা আছে। ১০টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু। আপনারাই অংশগ্রহণ করবেন। তৈরী
হয়ে আসুন। সবার সাথে মেলামেশা করুন, নতুন বন্ধুত্ব পাতান। এর মাঝেই আমরা বিচার করে
নেব। বিকালে পুরষ্কার
বিতরণ অনুষ্ঠান, লটারি ও চা
পান। তারপর জাতীয়
সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শেষ। ৯.৩০ মিঃ –এ নাম রেজিস্ট্রেশন করুন, বিকেল ৪.০০টায় ছুটি।
খরচ ১৫০টাকা জনপ্রতি। আমাদের সংস্থার সদস্যের ক্ষেত্রে ছাড়। যারা আসতে আগ্রহী
তারা আগাম ফোনে জানান। এসে টাকা দিলেই হবে। আসা বাতিল করলে অবশই তা জানাবেন, না হলে একটা মিল অপচয় হবে।
আরো কিছু জানতে
চাইলে ফোন বা মেল করুন।
No comments:
Post a Comment