Thursday, 22 February 2024

DEMENTIA AWARENESS & SCREENING PROGRAM

 আপনি কি চশমা বা মানিব্যাগটা এই মাত্র কোথায় রেখেছেন মনে করতে পারছেন না, বা বহু পুরানো কণ পরিচিতের সাথে দেখা হওয়ার পর তার নাম মনে করতে পারছেন না? তাহলে কি ডিমেন্সিয়া হল, না বয়স জনিত ভুলোমন?



ডিমেন্সিয়া কথাটির মানে এখন সবাই জেনে গেছেন। কয়েক দশক আগে এতটা প্রচার ছিল না বা এর প্রকোপও কম ছিল। ডিমেন্সিয়া এবং অ্যালঝাইমার্সের মধ্যে পার্থক্য কোথায়? এর কি কোন চিকিৎসা আছে? কি ভাবে এর প্রতিরোধ করবেন?

 

আগামী ৩রা এপ্রিল ২০২৪ বিকেল ৩টা থেকে ৬ টা পর্যন্ত এই নিয়ে আলোচনা ও স্ক্রিনিং টেস্ট হবে। প্রথম এক ঘন্টা (বাংলা মাধ্যমে) আলোচনা হবে। তার পরে সামান্য একটা পরীক্ষার মাধ্যমে (কোন রকম প্যাথলজক্যাল টেস্ট নয়) নিজের ডিমেন্সিয়া হচ্ছে কি না তা যাচাই করে নিতে পারবেন। আপনার তথ্য গোপন থাকবে।

 

এই অনুষ্ঠানটি হচ্ছে  Alzheimer’s Related Disorders Society of India (ARDSI), Kolkata Chapter- এর প্রত্যক্ষ সহযোগিতায়। অনুষ্ঠানটি হচ্ছে কলকাতা এক্সাইড মোড়ের কাছে নেহেরু চিলড্রেনস মিউজিয়াম অডীটোরিয়ামে (এসি)।



অনুষ্ঠানটি সম্পূর্ণ বিনামূল্যে। তবে আমাদের অভিজ্ঞতা আমাদেরকেও সতর্ক হতে শিখিয়েছে। আমাদের সেমিনার, ওয়ার্কশপগুলি ফ্রি হয়। কিন্তু কিছু মানুষ নাম লিখিয়েও আসেন না – আসবেন না সেটা পর্যন্ত জানানোর প্রয়োজন বোধ করেন না। খাবার দাবারের অপচয় হয়। তিক্ততার সৃষ্টি হয়।  অনুপস্থিত থাকার জন্য অন্য কেউ সুযোগ পান না। তাই আমরা ২০০ টাকার ( লিঙ্কে টিকিট কাটতে প্ল্যাটফর্ম চার্জ, জি এস টি মিলিয়ে মোটামুটি ২১৮.৮৮ মত খরচ হবে) বিনিময়ে টিকিট কাটার ব্যবস্থা করেছি। টিকিটের সঙ্খ্যা ৬০টি।  অডিটরিয়ামে এসে হাজির হলেই নগদে ২০০ টাকা ফেরত পাবেন। না আসলে কিছু ফেরত নেই। টিকিট কাটার লিঙ্ক নিচে দেওয়া হল। লিঙ্কে টিকিট না কেটে স্পটে এসে টিকিট (যদি টিকিট থাকে) কাটতে চাইলে অফেরতযোগ্য ২০০০ টাকা লাগবে। সুতরাং আসতেই যদি চান তাহলে লিঙ্কে টিকিট কাটুন। অফ লাইনে কোন রকম টিকিট কাটার ব্যবস্থা নেই।  আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইলে টাকা ফেরত পাবেন না। ডোনেশন বিল পাবেন। শুধু মাত্র লিঙ্কে টিকিট কাটলে টাকা ফেরত পাবেন।

 

অনুষ্ঠান শেষে জলখাবারের ব্যবস্থা আছে। গাড়ি পার্কিং-এর ব্যবস্থা আছে।

 

ফেসবুকের মন্তব্যের ঘরে কোন উত্তর দেওয়া হবে না বলে আগাম ক্ষমা চেয়ে রাখলাম।

Ticketing link: https://allevents.in/kolkata/dementia-awareness-and-screening-program/80002015070409?ref=smdl

_THIKANA SHIMLA_

A Welfare Organization for The Elderly

Ashoknagar, Near Habra, N 24 Parganas – 743272

E-Mail: thikana_shimla@yahoo.co.in

WhatsApp: 9330843394

www.thikanashimla.in

www.facebook.com/thikanashimla

18.2.24