বর্তমান মোবাইল
ফোন যার পোষাকী নাম স্মার্ট ফোন এখন অতি প্রয়োজনীয় বা অত্যাবশ্যকীয় যন্ত্র, কিন্তু
অতি ভয়ঙ্কর যদি সচেতন না থাকা যায়।
বিশ্বের সমস্ত
খবর, তথ্য এখন হাতের মুঠোয়। ব্যাঙ্কও হাতের মুঠোয়। বিভিন্ন কাজের জন্য হাজার রকমের
অ্যাপ, যা আপনার কাজ, জীবনযাত্রাকে সহজ করে দিচ্ছে।
আপনার অনেক
তথ্য আপনার ফোনের মধ্যেই ধরা আছে। আপনি কি জানেন যে কোন একটি অ্যাপ, বা কোন লিঙ্ক বা হোয়াটস্যাপে পাঠানো ‘ফরোয়ার্ডেড’ নিরীহ ছবির
মাধ্যমে গোপনে আপনার ফোনে ঢুকে পড়ছে ছোট্ট একটি .apk ফাইল যা অগোচরে আপনার তথ্য চুরি
করে নিচ্ছে। আসল উদ্দেশ্য হল আপনার ব্যাঙ্কের টাকা হাতিয়ে নেওয়া। তাই বলে কি আপনি কাল
থেকে স্মার্ট ফোন ব্যবহার বন্ধ করে আবার সেই বোতাম টেপা ফোনে ফেরত যাবেন? ঘরে তালা
না লাগালে চুরি হলে দোষ বা ভুল আপনারই। সুতরাং স্মার্ট ফোনে তালা লাগানোর পদ্ধতিগুলো
জানলে স্মার্ট ফোন আপনার পরম বন্ধু।
অন লাইনের যুগ।
ই কমার্স সাইটে থরে থরে পন্য সাজানো। জিনিস কিনতে আর এখন দোকানে যেতে হয় না। তাকিয়াতে
হেলান দিয়েই কেনা যায়। ঘরে বসে ফোন পে, পেটিএম ইত্যাদি অ্যাপগুলো, বা ডেবিট কার্ড,
ক্রেডিট কার্ড ব্যবহার করে আয়াসেই কিনতে পারেন পন্য, ট্রেনের, বাসের, প্লেনের, মায়
আপনার লোকালয়ের সিনেমার টিকিট। শুধু জেনে নিতে
হয় সুরক্ষিত পদ্ধতিটি।
আগামী ১৫ই মার্চ
২০২৪ কলকাতা এক্সাইড মোড়ের কাছে নেহেরু চিলড্রেনস মিউজিয়ামের অডিটরিয়ামে দুপুর দুটো
থেকে শুরু হবে হাতে কলমে স্মার্ট ফোনের সঠিক ব্যবহার, সতর্কতা অবলম্বন করার পদ্ধতি,
হোয়াটস্যাপ, ই- মেলের বাহারি ব্যবহার ইত্যাদি। তার সাথে থাকবে আপনার প্রশ্নের উত্তর
দেওয়ার পর্ব। মোট চার ঘন্টার প্রোগ্রাম। শুধুমাত্র প্রবীণ-প্রবীনাদের জন্য। প্রধান
ট্রেনার হিসাবে উপস্থিত থাকবেন শ্রী সম্বরন চক্রবর্তী।
অনুষ্ঠানটি
সম্পূর্ণ বিনামূল্যে। তবে আমাদের অভিজ্ঞতা আমাদেরকেও সতর্ক হতে শিখিয়েছে। আমাদের সেমিনার,
ওয়ার্কশপগুলি ফ্রি হয়। কিন্তু কিছু মানুষ নাম লিখিয়েও আসেন না – আসবেন না সেটা পর্যন্ত
জানানোর প্রয়োজন বোধ করেন না। খাবার দাবারের অপচয় হয়। অনুপস্থিত থাকার জন্য অন্য কেউ
সুযোগ পান না। তাই আমরা ২০০ টাকার ( লিঙ্কে টিকিট কাটতে প্ল্যাটফর্ম চার্জ, জি এস টি
মিলিয়ে মোটামুটি ২১৮.৮৮ মত খরচ হবে) বিনিময়ে টিকিট কাটার ব্যবস্থা করেছি। টিকিটের সঙ্খ্যা
৬০টি। অডিটরিয়ামে এসে হাজির হলেই নগদে ২০০
টাকা ফেরত পাবেন। না আসলে কিছু ফেরত নেই। টিকিট কাটার লিঙ্ক নিচে দেওয়া হল। লিঙ্কে
টিকিট না কেটে স্পটে এসে টিকিট (যদি টিকিট থাকে) কাটলে অফেরতযোগ্য ১০০০ টাকা লাগবে।
সুতরাং আসতেই যদি চান তাহলে লিঙ্কে টিকিট কাটুন। অফ লাইনে কোন রকম টিকিট কাটার ব্যবস্থা
নেই।
অনুষ্ঠান শেষে
জলখাবারের, ও গিফটের ব্যবস্থা আছে। গাড়ি পার্কিং-এর ব্যবস্থা আছে।
Ticketing
link: https://allevents.in/kolkata/senior-citizen-smart-phone-literacy/80003019212542?ref=smdl
_THIKANA
SHIMLA_
A Welfare
Organization for The Elderly
Ashoknagar,
Near Habra, N 24 Parganas – 743272
E-Mail: thikana_shimla@yahoo.co.in
WhatsApp:
9330843394
www.facebook.com/thikanashimla
21.1.24