Friday, 24 November 2023

SENIOR CITIZEN BEAUTY CONTEST

 এটা একটা অভিনব প্রতিযোগিতা। বছর সাতেক ধরে আমরা করছি। বিউটি কনটেস্টের উদ্ভব ১৮৩৯ সালে। শুরু করেছিলেন আর্চিবোল্ড উইলিয়াম মন্টেগোমারি। বিউটি কনটেস্ট বলতে আমরা বুঝি নারীর শারিরীক সৌন্দর্য বিচার। এখন প্রচলিত বিউটি কনটেস্টে নারীর শারিরীক সৌন্দর্য ছাড়া তার  বুদ্ধিমত্তা,  বিচার বোধ এই সবও মাপা হয়। আমরা কিন্তু প্রবীণদের বিউটি কনটেস্ট করতে চলেছি। এই প্রতিযোগিতায় র‍্যাম্পে হাঁটা বা মুখমন্ডলের সৌন্দর্য বিচারের মাপকাঠি নয়। আমরা  যা দেখতে চাইছি তা হল একজন প্রবীণ বা প্রবীণা তিনি বয়সের তুলনায় মানসিকভাবে কতটা নবীন, কতটা আধুনিক, কতটা সক্রিয় বা আশাবাদী - এগুলোই বিচার্য। তবে তার সাথে সেই মানুষের শারিরীক গঠন কি রকম সেটাও BMI মাপার মাধ্যমে দেখে নেব। এই অনুষ্ঠানে যাঁরা প্রতিযোগী হিসাবে অংশগ্রহন করবেন, তাঁদের একটি প্রশ্নমালা ভর্তি করতে হবে, যার থেকে আমরা বুঝে নেব তার মানসিক গঠন। এর সাথে যুক্ত হবে তাঁর মঞ্চের উপস্থাপনা। সব কিছু মিলিয়ে একজন প্রতিযোগী বা প্রতিযোগিনী বিজয়ী হয়ে উঠবেন। দেখবেন নাকি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে? প্রবেশাধিকার বিনামূল্যে। তবে হোয়াটস্যাপে আগে গুগুল প্রশ্নপত্রের (বাংলা বা ইংরাজী) উত্তর দিতে হবে। এর উত্তর আপনার অনুষ্ঠানে যোগদান নির্ধারিত করবে।

 

এই প্রতিযোগিতার বিচারক হিসাবে থাকবেন সাইকোলজিস্টরা। প্রখ্যাত বাচিক শিল্পী শ্রী সুকুমার ঘোষ আপনার সাংস্কৃতিক উপস্থাপনার বিচার করবেন। প্রখ্যাত মনোবিদ শ্রী সুদীপ বসু এই প্রতিযোগিতার প্রধান বিচারপতির ভূমিকা পালন করবেন এবং তার সাথে ‘প্রবীণ মানুষের  সৌন্দর্য বলতে কি বোঝায়’ তার উপর একটি নাতিদীর্ঘ বক্তব্যও রাখবেন। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় থাকবেন সাইকোলজিক্যাল কাউন্সেলর শ্রীমতি স্বাহা মিত্র বসু।

 

পুরুষ-মহিলা নির্বিশেষে ষাট উর্দ্ধ যে কেউ প্রতিযোগী হতে পারেন। মোট চারটি পুরস্কার থাকবে। প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী। পুরস্কারের নাম ‘প্রবুদ্ধ প্রবীণ/ প্রবীণা’। অনুষ্ঠান শেষে প্রত্যেক প্রতিযোগী অংশগ্রহণের জন্য বিশেষ উপহার (participation gift) পাবেন।

 

এই প্রতিযোগিতার অংশগ্রহণ বিনামূল্যে। যাঁরা দর্শক হিসাবে আসতে চান তাঁদের মাথাপিছু ২০০ টাকা ধার্য হবে। দর্শক যে কোন বয়েসের মানুষ হতে পারেন। প্রত্যেকের জন্য বৈকালিক ভোজের ব্যবস্থা থাকবে।

 

প্রতিযোগিতার স্থান Nehru Children’s Museum Auditorium (AC). দিন, তারিখ, সময়ঃ ১৭ই ডিসেম্বর ২০২৩, রবিবার, দুপুর ৩টে থেকে ৬টা।

 

যাঁরা প্রতিযোগী হিসাবে অংশগ্রহন করতে চান তাঁদের প্রাথমিক একটি প্রশ্নের জবাব তিন লাইনের মধ্যে দিতে হবে। প্রশ্নটি হলঃ “আপনি কেন মদ খান বা খান না”। এই উত্তর লেখার পরে আপনার নিজের নাম আর বয়েস লিখবেন। পাঠাবেন  7890414100  এই হোয়াটস্যাপ নম্বরে। অনুগ্রহ করে যতটুকু বলা হয়েছে, ততটুকুই লিখুন। বেশী কিছু লিখলে নাম বাতিল হতে পারে।  এর উত্তর বিচার করে আপনাকে হোয়াটস্যাপের মাধ্যমে একটি গুগুল প্রশ্নপত্র (বাংলা বা ইংরাজী) পাঠানো হবে। তার উত্তরের উপর ভিত্তি করে  আপনি প্রতিযোগী বা প্রতিযোগিনী হিসাবে নির্বাচিত হয়েছেন কিনা তা জানিয়ে দেওয়া হবে অনুষ্ঠানের সাত দিন আগে।

 

যাঁরা দর্শক হিসাবে আসতে চান, তাঁরা নিচের লিঙ্ক থেকে টিকিট কাটুন।

 

https://allevents.in/kolkata/senior-citizen-beauty-contest-2023/80002471144957?ref=smdl

 

THIKANA SHIMLA

A Welfare Organisation for The Elderly

Ashoknagar, Near Habra, N 24 Parganas- 743272

WhatsApp: 7890414100

E mail: thikana_shimla@yahoo.co.in

www.thikanashimla.in

15.11.2023

Senior Citizen Family Picnic 2024

 শীতে পিকনিক/ গঙ্গার ধারে/বোটিং/ সিনিয়ার সিটিজেন – পরিবার সহ/ কল্যাণীতে/ ৭ ই জানুয়ারী ২০২৪/ ১২০০ মাথা পিছু/ ককটেল-মকটেল/ ব্রেকফাস্ট, লাঞ্চ – বুফে/ ফোক ড্যান্স/ পার্কিং/ স্পেশাল চাইল্ডের অংশগ্রহণ বিনামূল্যে/ ৮ বছরের নিচের সন্তানের অংশগ্রহণ বিনামূল্যে/ বিশদে জানতে নিচে –

 

এই লিঙ্কে হাত ছোঁয়ান, বিশদে জানবেন, টিকিট কাটতে পারবেনঃ

https://allevents.in/kalyani/senior-citizen-family-picnic/80001802600811?ref=smdl

 

Senior Citizen Family Picnic

Any Senior Citizen can purchase several tickets. Attendees may be of any age, but one must be a senior citizen. Children below 8 yrs. are exempted, Special children irrespective of age are exempted.

7th January 2024, from 9 am to 4 pm

 

Place

Charsarati, near Kalyani, at the bank of the River Ganges, Nadia

52 km from Kolkata

 

Food

Breakfast: Buffet, Minimum 10 dishes, likely luchi, momo, idli, sandwich, waffle, dessert, etc.

Live food: Futchka, velpuri, tawa ice cream, tawa fish, chicken barbeque, etc.

Cocktail- mocktail: 2 coupons per head, extra to be purchased.

Lunch: Minimum 15 dishes, likely Mutton, a variety of fish, chicken, duck, pork, veg, etc.

 

Entertainment

Folk dance, free boating ride of 20 minutes.

 

Transport

Own transport. There is no pick-up and drop policy, and parking space is free of cost. Nearest Railway Station: Kalyani Ghoshpara

 

Cost

Standard ticket: Rs 1200 (Non-refundable)

Driver’s food coupon: Rs. 300 (Non-refundable)

 

Ticket purchasing link

https://allevents.in/kalyani/senior-citizen-family-picnic/80001802600811?ref=smdl

 

Contact

WhatsApp: 9330843394

E-mail: thikana_shimla@yahoo.co.in

www.thikanashimla.blogspot.in

Thikana Shimla (wootick.com)

www.facebook.com/thikanashimla

 

Office

THIKANA SHIMLA RESIDENTIAL SENIOR CITIZEN CLUB

Bagpara, Ashoknagar Kachua, Near Habra, N 24 Parganas – 743272

 

Pub: 25.11.23

Friday, 17 November 2023

বৃদ্ধাশ্রম নির্বাচন করার পদ্ধতি

 ১। অবস্থান -আপনার বাড়ির আত্মীয়স্বজন বন্ধু বান্ধব পরিচিতদের বাড়ি থেকে কতটা দূরে।

২। পরিবেশ -প্রবীদের নিরিবিলি জায়গায় থাকা বাঞ্ছনীয় যেখানে শব্দ-ধোঁয়া-ধূলো দূষণের প্রকোপ কম।

৩। জায়গা - বৃদ্ধাশ্রমটি শুধু একটা বাড়ি না তার চৌহদ্দির মধ্যে ঘোরাফেরার জায়গা আছে, বাগান আছে। বৃদ্ধাশ্রমের মধ্যে সাধারনের জায়গা যেমন কমন ডাইনিং রুম, কমিউনিটি হল বা লাউঞ্চ, প্লে রুম, মন্দির/ মাসজিদ/ গির্জা/ মেডিটেশন রুম আছে কিনা।

৪। বসবাসের ঘর - বসবাসের ঘরের অবস্থান কিরকম – খোলামেলা, বড় জানালা, ভেন্টিলেশনের মাধ্যমে হাওয়া খেলে কিনা, ছাদ নিচু কিনা, ঘরের রং নতুন এবং চোখের পক্ষে সহনশীল কিনা, এসি-পাখার অবস্থান এবং তার থেকে উপযুক্ত পরিমান হাওয়া হয় কিনা বিবেচ্য। বাথরুমের পরিসর কতটা, কমোড, হ্যান্ড শাওয়ার, গ্র্যাব বার আছে কিনা।

৫। আপৎকালীন চিকিৎসা ব্যবস্থা - হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নিজস্ব প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা আছে কিনা। তৎক্ষনাৎ ডাক্তার পাওয়া যাবে কিনা। ভেতরেই ডাক্তারের ব্যবস্থা আছে কিনা। হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থাদি কিরূপ।

৬। নিয়মিত হেলথ চেক আপ - কোন নির্দিষ্ট সময় অন্তর হেলথ চেক আপ হয় কিনা।

৭। হাসপাতালে ভর্তি - হাসপাতালে ভর্তি করা, হাসপাতালে ভর্তি থাকা কালীন প্রয়োজনীয় ব্যবস্থাদির দায়িত্ব কর্তৃপক্ষ নেয় না আত্মীয়স্বজনকে ফোন করে তার হাতে তুলে দেয়। হাসপাতাল থেকে ফেরত আসার পর যত্নাদির (Post Hospital Care) দায়িত্ব কর্তৃপক্ষ নেয় কিনা।

৮। রিসেপশন -প্রথম দিন আপনার রিসেপশন কি ভাবে হল – চা দেওয়া হল কিনা। কোন ধরণের পদমর্যাদার লোক আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। নির্দিষ্ট অফিস আছে কিনা, আপনার প্রশ্নের যথাযথ উত্তর পাচ্ছেন কিনা। আচরণ শীতল না উষ্ণ।

৯। শর্তাদি -কি কি শর্ত আরোপিত হচ্ছে তার কোন বিশদ লিখিত বিবরণ চাইলে পাওয়া যায় কিনা।

১০। আগাম টাকা -আগাম টাকা আছে কিনা। থাকলে তার পরিমান। সেটা ডিপোজিট না ডোনেশন। ডিপোজিট হলে তার ফেরত পদ্ধতি কি।

১১। মাসিক খরচ -মাসিক খরচ কত। সেই খরচে কি কি পরিষেবা পাওয়া যাবে। খরচ বৃদ্ধির পদ্ধতি কি কি।

১২। লুকানো খরচ -কাচাকুচি, ইলেকট্রিক বিল, আয়া, ঘর মোছা, বাথরুম পরিষ্কার এই ধনের লুকোনো খরচ পরে যুক্ত হবে কিনা।

১৩। এগ্রিমেন্ট - কোন লিখিত এগ্রিমেন্ট হবে কিনা।

১৪। খাবার দাবার -খাবারের মান কিরূপ। খাবার কতবার দেওয়া হয়। খাবার অপরিমিত না রেশন পদ্ধতি। খরচের বিনিময় আলাদা খাবার পাওয়া যায় কিনা।

১৫। সাক্ষাৎকার - বাড়ীর আত্মীয়স্বজন আসলে সাক্ষাকারের পদ্ধতি কিরূপ। তাঁদের রাত্রি বাসের জন্য গেস্ট রুম আছে কিনা। তাঁদের ঘরে আমন্ত্রণ জানানো যায় কিনা।

১৬। পরিদর্শ -হোমের ভেতর ঘুরে দেখতে চাইলে তার অনুমতি দেওয়া হয় কিনা।

১৭। আবাসিকদের সাথে সাক্ষাৎ -অনুমতি আছে কি না। সাক্ষা এর সময় কতৃপক্ষের লোক পাশে দাঁড়িয়ে আছে কিনা।

১৮। কিছুদিন পরীক্ষামূলক থাকা -অন্ততঃ দু একটা দিন খরচের বিনিময় পরীক্ষামূলক থাকার ব্যবস্থা আছে কিনা।

১৯। বিনোদন -বিনোদনের কি কি ব্যবস্থা আছে।

২০। লোডশেডিং -বিদ্যুৎ এর আলাদা ব্যবস্থা আছে কি না।

২১। হোমটি কারা চালাচ্ছেন। কোন ব্যক্তিগত ব্যবসা, না কোম্পানি, না এন জি ও। কর্তৃপক্ষ কারা।

২২। হোমটি চালানোর জন্য কি কি লাইসেন্স আছে।

২৩। হোমের রান্নাঘরটি কেমন ও যাঁরা রান্না করছেন তাঁদের পোষাক পএইচ্ছন্নতা কেমন।

 

আবাসিকদের সাথে সাক্ষা-এর সময় প্রয়োজনীয় জিঞ্জাস্য কুশল বিনিম, পরিচয় প্রদান ও প্রশ্নের উদ্দেশ্য ব্যক্ত করুন প্রথমে।

 

প্রশ্নাদি-

১। খাওয়া-দাওয়া-মান, পরিমাণ, সময় ইত্যাদি।

২। কতৃপক্ষের ও কর্মীদের আচার আচরন।

৩। ইলেকট্রিক খরচ – প্রয়োজনে এসি, রুম হিটার ইত্যাদি লাগানো যাবে কিনা।

৪। চিকিৎসা ব্যবস্থা।

৫। লুকোনো খরচ।

৬। বাইরের ডাক্তার দেখানোর ব্যবস্থা।

৭। এগ্রিমেন্ট।

৮। টাকা ফেরত দেওয়ার ইতিহাস।

 

Thursday, 9 November 2023

DAY OUT PROGRAM FOR THE SENIOR CITIZEN: হুল্লোড়

 নিজেরা দল বাঁধুন তারপর ডে আউটের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন

 

 এবার দল বেঁধে ঘরের বাইরে এক বেলার জন্য বেরিয়ে একটু বাইরের বাতাস বুক ভরে নেওয়া যেতেই পারে। আমাদের ভাষায় একে SENIOR CITIZEN DAY OUT PROGRAM বলি। ব্যপারটা পিকনিকের মতো। কিন্তু এখানে সুবিধা হল এই যে নিজেদের কিচ্ছুটি করতে হয় না, শুধু টাকা দিলেই হল। তারপর শুধু গাড়িতে উঠে বসা। তাহলে আর কি দল তৈরী করে বেরিয়ে পড়ুন। 

 

এই ডে আউট কমপক্ষে ৫ জনের দলে হতে হবে। সর্বাধিক ৫০ জন। দলে দু চার জন অপ্রবীণ থেকে গেলে সমস্যা কিছু নেই। পরিবারের লোকজনও দলবল মিলে এটা করতে পারেন।  এছাড়া পুরানো বন্ধু বান্ধব বা পাড়া-প্রতিবেশী বা নিদেনপক্ষে অফিসের কলিগদের জুটিয়ে দল তৈরী করতে পারেন। শুধুমাত্র মহিলারা নিজেরা দল বেঁধে আসুন। এক্ষেত্রে বয়সের ছাড় আছে। ফোনে (9330843394) কথা বলে নিন। এমরা এক দিনে মাত্র একটা দলকেই নিই। আমরা দু জায়গায় এই ডে আউটের ব্যবস্থা করেছিঃ

 

১। হাবড়ার কাছে অশোকনগরে আমাদের আবাসনে

২। কল্যাণীর কাছে গঙ্গার ধারে যেখানে আমাদের সিনিয়ার সিটিজেন হাউসিং হচ্ছে

 

খরচ ১২০০ টাকা মাথা পিছু, যেখানেই হোক না কেন। ২৫ জনের উপর দল হলে ১০০০ টাকা করে। শুধু মহিলাদের দল হলে ১০০০ টাকা মাথা পিছু। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু, সন্ধ্যের চা পর্যন্ত। খাওয়া বুফে সিস্টেমে। থাকবে লাইভ কাউন্টার। খাসির মাংস, চিকেন, মাছ চিংড়ি, ডিম, পনীর সব রকম থাকবে। থাকবে চা, কফি। থাকবে বিভিন্ন রকমের ডেসার্ট। লাঞ্চে কম পক্ষে পনের রকমের মেনু থাকবে।  আপনার যা ইচ্ছা, যত ইচ্ছা খান। আপনাদের খেলা ধুলার ব্যবস্থা আমরা করব। আপনাদের জন্য আমাদের পরিবেশ আলাদা করে সাজানো হবে। অশোকনগরে হলে রেস্ট রুমেরও ব্যবস্থা থাকবে। কল্যাণীতে গঙ্গার পাড়ে গার্ডেন আমব্রেলার তলায় বসে সরবতে চুমুক দিতে পারবেন। টয়লেটের ব্যবস্থা আছে, ইলেকট্রিক আছে।

 

আমরা আপনাদের বাড়ি থেকে নিয়ে আসব এবং পৌঁছে দেব – এই ব্যবস্থাও রেখেছি। গাড়ি ভাড়ার ব্যপারে ফোনে (9330843394) কথা বলে নিন। গাড়ি নিজেরাও করে নিতে পারেন। সেক্ষেত্রে বোধ হয় খরচ কম হবে।

 

কল্যাণীতে আরেকটি ব্যবস্থা আছে। সেটা হল নৌকা বিহার। নৌকা বিহার করতে চাইলে অতিরিক্ত ২০০ টাকা মাথা পিছু খরচ হবে।

 

ডে ভিসিট (DAY VISIT): এটি একটি কম খরচের ব্যবস্থা। প্রত্যেক দিনের জন্য আমাদের অশোকনগর আবাসনে রেস্টুরেন্টের মত খাবার পাওয়া যায়। আমাদের এখানে কেউ আসলে আগাম বলে রাখলে ব্রেকফাস্ট, লাঞ্চ সবই পাবেন। তবে সেটা বুফে হবে না। হয় থালি সিস্টেম  না হয় আল-আ-কার্টে। আলাদা করে দিনের জন্য ঘর বুক করাও যায়। ডে আউট প্রোগ্রামের সাথে এর ফারাক হল, যে এখানে আপনাকে খাবার দেওয়া ছাড়া আপনাকে মনোরঞ্জন দেওয়ার কোন বাধ্যতা নেই। ডে আউট প্রোগ্রাম হল একটি কমপ্লিট প্যাকেজ। খাবারের মেনু অনেক বেশী থাকে। যাই হোক চাইলে আপনাকে খাবারের রেট চার্ট পাঠিয়ে দেওয়া হবে।

 

Day Visit হল রেস্টুরেন্টে খাওয়ার মতো। এলেন, খেলেন চলে গেলেন। এক জনও আসতে পারেন বুক করে। কি খাবেন তা আগে থাকতে জানালেন। সেই ভাবে রান্না হয়ে থাকল।  একজনের লাঞ্চের খরচ কমপক্ষে ৩০০ টাকা। আর Day Out Program হল পিকনিকের মতো, কমপক্ষে ৫ জন আসলেন, হৈ হৈ করলেন, নাচলেন, গাইলেন, সারাদিন মজা করলেন আর বিকালে বাড়ি ফিরে গেলেন।  

 

আরো বিশদে জানতে হলে, মানে কি ভাবে অ্নুষ্ঠান হবে, মেনুতে কি কি থাকবে ইত্যাদি জানতে  আপনাকে ব্রোশিওর পড়তে হবে। তার জন্য আমাদেরকে হোয়াটস্যাপ (9330843394) করতে হবে। আগে এই নম্বরটি Thikana Shimla নামে সেভ করুন। তারপর মেসেজ করুনঃ নিজের নাম লিখুন আর লিখুন DAY OUT কথাটি । আপনাকে অনধিক ৪৮ ঘন্টার মধ্যে ব্রোশিওর পাঠিয়ে দেওয়া হবে। ই মেলও (thikana_shimla@yahoo.co.in) করতে পারেন। প্রস্তাবটি হয়তো ভাল লাগছে, ভবিষ্যতে এরকম করার প্ল্যান আছে কিন্তু এখন যাবেন না বা এই নিয়ে বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করবেন, তাহলে আপনার হোয়াটস্যাপে ব্রোশিওর নিয়ে নিতে ক্ষতি কি। নির্দ্ধিধায় আমাদেরকে মেসেজ করতে পারেন।

 

মানো আর না মানো, তোমার বয়স ষাট বা আশি, যতই তোমার হাঁটু কনকনাক বা বুক ধড়ফড় তুমি কিন্তু সেই একুশ। দাও না সলতেটা উসকে। বুক ভরা অক্সিজেন  - কোন সিলিন্ডারের প্রয়োজন নেই।

 

 

THIKANA SHIMLA

Residential Senior Citizen Club

Ashoknagar (Near Habra), N 24 Parganas- 743272

WhatsApp: 9330843394

Telegram: 9330843394

E mail: thikana_shimla@yahoo.co.in

www.thikanashimla.in

www.facebook.com/thikanashimla

 22.9.23

সাতশ পাহাড়ের দেশে: Senior Citizen Tour

 এবার শীতে যাচ্ছি সাতশ পাহাড়ের দেশেএকটূ অফ বিট জায়গায়। শুধুমাত্র ষাটোর্দ্ধ প্রবীণ- প্রবীণাদের জন্য। তবে কোণ প্রবীণের স্ত্রী অপ্রবীণ হলেও গ্রাহ্য। তারিখ ৪ঠা ডিসেম্বর ২০২৩। পাঁচ রাত, দিন।

 

যাচ্ছি বাংরিপোসি, ঝিঙ্কাপাহাড়ি, রামতীর্থ, খিচিং, সারান্দা জঙ্গল, থলকোবাদ, কিরিবুরু, মেঘাতুবুরু, আয়রন মাইন্স, জটেশ্বর বাবার মন্দির জলপ্রপাত, ঘাটশীলার কিছু জায়গা, যেমন গৌরীকুঞ্জ, রাতমোহনা, বুরুডি লেক, গালুডি ড্যাম, ফুলডুংরি পাহাড় ইত্যাদি। হোম পিক আপ ড্রপ। সাথে মেডিক্যাল সিস্টেম থাকবে। যে সব প্রবীণ/ প্রবীণা নিজে নিজে আর বাইরে কোথাও যেতে ভরসা পান না বা মন উড়ু উড়ু করলেও শারিরীক সীমাবদ্ধতার কারণে বেরোতে চান না বা বাড়ির লোক বাইরে যেতে অনুমতি দেন না তাঁরা আমাদের সাথে যোগাযোগ করুন। সব কিছু নিজে বুঝতে না পারলে বাড়ির ছোটদের যেমন ছেলে-মেয়ে-বৌমা, নাতি-নাতনিদের আমাদের সাথে যোগাযোগ (9330843394) করতে বলুন। আমরা আমাদের পদ্ধতি বুঝিয়ে বলব।

 

খরচ মাথাপিছু ২৩০০০ টাকা থেকে শুরু ২৭০০০ পর্যন্ত। খরচের হেরফের হোটেলের রুমের তারতম্যের জন্য। অন্যান্য সব ব্যবস্থা সমান। কলকাতাস্থিত বাড়ির কাছাকাছি বাস স্টপ থেকে তোলা এবং সেখানেই নামানো। সব এই টাকার মধ্যে। এর বাইরে আর কোন রকম লুকানো খরচ নেই। কলকাতার বাইরের মানুষ ফোনে পিক আপ পয়েন্ট সম্পর্কে কথা বলে (9330843394) নিন।

 

যাঁরা এর আগে আমাদের সাথে কোন ট্যুরে গেছেন বা আমাদের কোন পেইড প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, তাঁরা চারটি ইন্সটলমেন্টের সুযোগ পাবেন। এখন মাথাপিছু ৫০০০ টাকা দিয়ে ঘুরে এসে জানুয়ারী মাস থেকে তিন মাসে তিনটে ইন্সটলমেন্টে টাকা শোধ করতে পারবেন।

 

যাঁরা, এই টাকা অনেক বেশীএই টাকাতে কাশ্মীর বা হনলুলু ঘুরে আসা যায় বলে মন্তব্য করবেন বলে মনস্থ করেছেন, তাঁরা কম খরচে ওইসব জায়গায় অবশ্য অবশ্যই ঘুরে আসুন। যাঁরা আমাদেরকে শুধুমাত্র মুনাফাখোর ব্যবসায়ী মনে করেন, তাঁরা আমাদের সংস্রব এড়িয়ে নিজেদেরকে সুরক্ষিত রাখুন আমাদেরকেও আমাদের মত থাকতে দিন।

 

যাঁরা আমাদের সাথে ঘুরতে চান, অথচ নতুনআমাদেরকে চেনেন না, বুঝতে পারছেন না টাকাটা জলে যাবে কি না, তাঁরা আমাদের সাথে যোগাযোগ (9330843394) করুন, আমরা ফোন নম্বর সহ অতীতের ট্যুরগুলির যাত্রীদের লিস্ট পাঠিয়ে দেব। কথা বলে নিতে পারবেন। তুলনামূলক ভাবে আমরা একটু বেশী টাকা নিই। কেন নিই সেটাও জেনে নিতে পারবেন। জেনে নিতে পারবেন আমাদের খরচ value for money কি না। বাজেট নয়, যাঁরা আরাম আর নিরাপত্তা খুঁজছেন তাঁরা আমাদেরকে খুঁজে নিন।

 

খাওয়া দাওয়া আমিষ নিরামিষ সব রকম পাবেন। রোগের কারণে প্রয়োজনীয় খাবারও চাইলে পাবেন। প্রত্যহ সন্ধ্যায় ককটেল/ মকটেলের ব্যবস্থা থাকবে।

 

ফেসবুকের পাতায় বিশদে জানাতে না পারার জন্য দুঃখিত। মন্তব্যের ঘরেও কিছু বলা সম্ভব নয়।  যাঁরা ট্যুর সম্পর্কে আরো বিশদে জানতে আগ্রহী, তাঁরা 9330843394 WhatsApp নম্বরে নিজের নাম আর SARANDA কথাটি মেসেজ করুন। আর বেশী কিছু লিখবেন না দয়া করে। আমরা অনধিক ২৪ ঘন্টার মধ্যে ট্যুরের যাবতীয় নিয়ম কানুন, যেমন ট্যুর ইটিনিরারি, বুকিং ক্যানসেলেশন পলিসি, পিক আপ পলিসি, ফূড পলিসি, মেডিক্যাল সিস্টেম ইত্যাদি যাবতীয় পিডিএফ ফাইলের মাধ্যমে পাঠিয়ে দেব। পড়ে ভালো লাগলে নিজে থেকে যোগাযোগ করবেন। আমরা নিজে থেকে ফোন করি না। ফোন ২৪ ঘন্টা খোলা, যা জানতে চাইবেন, তার উত্তর দেব। যতবার ইচ্ছা ফোন করতে পারেন।  টাকা পয়সা দেওয়ার আগে সব কিছু পরিস্কার হয়ে নিন।   

 

আমরা নিছক কোন ট্যুর অপারেটর নই। আমরা প্রবীণদের জন্য একটি সঙ্গঠন। আমরা মাঝে মাঝে আমাদের সীমিত ক্ষমতা অনুসারে ট্যুর করাই। আমরা চেষ্টা করি প্রবীণদের উপযুক্ত করে ট্যুর করানোর। বছরে চার-পাঁচটার বেশি সম্ভব হয় না। যাঁরা আমাদের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে জানতে আগ্রহী, তাঁরা নিজের নাম আর INFO কথাটি 9330843394 WhatsApp নম্বরে মেসেজ করে পাঠালে একটা গ্রুপে তুলে দেব। তখন নিয়মিত আমাদের খবরাখবর পেতে থাকবেন। আমাদের অনেক ফ্রি প্রোগ্রামও হয়। 

 

THIKANA SHIMLA

A Welfare Organisation for The Elderly

Ashoknagar, Near Habra, N 24 Parganas – 743272

WhatsApp: 9330843394

E mail: thikana_shimla@yahoo.co.in

www.thikanashimla.in

www.facebook.com/thikanashimla

23.10.2023