Sunday, 30 July 2023

BARSHAMANGAL

 বর্ষামঙ্গল

(For Senior Citizens Only)

 

অঝোরে বৃষ্টি হোক, বা টিপ টিপ, এসি দোতলা বোটে বসে সারাদিন গঙ্গাকে স্নান করতে দেখুন। এ বড় লোভনীয় দৃশ্য। আপনার বাড়ির কাছাকাছি বড় রাস্তা/ বাস স্ট্যান্ড (শুধু মাত্র কলকাতা) থেকে এসি গাড়ি করে তুলে নিয়ে, আসা হবে আবার নামিয়েও দিয়ে আসা হবে অনুষ্ঠান শেষে। কলকাতার বাইরের মানুষকে হয় বাবুঘাট/ এন আর এস হাসপাতালের মেন গেট থেকে উঠতে হবে।

 

তারিখটা হল, ১৮শে আগস্ট ২০২৩, শুক্রবার। বোট নদীতে চলার সময়সীমা সকাল ৯টা থেকে বিকেল ৪টা। বাড়ি থেকে বেরোনর সময় মোটামুটি সকাল ৭টা থেকে ৮টার মধ্যে। নির্দিষ্ট সময় যথা সময়ে জানানো হবে।

 

বোটে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য থাকবে ‘উর্বশী’ গ্রুপের লোকগান ও পুরাতনী বাংলা গান। গানের তালে আপনি নাচতে পারেন আবার নিজেও গাইতে পারেন।

 

খাদ্য-পানীয়ঃ গাড়িতে ওঠা মাত্র আপনাকে দেওয়া হবে স্ন্যাক্সের ছোট একটা প্যাকেট ও ফ্রুট জুস। বোটে উঠে পাবেন ব্রেকফাস্ট। সেই দিনকার জন্য আমাদের বার পারমিট থাকার জন্য গঙ্গাবক্ষে মদ্যপানে কোন বাধা নেই। আমরা প্রত্যেককে দুটি করে ফ্রি কুপন দেব, তাতে আপনারা ককটেল বা অ্যালকোহলবিহীন মকটেল যেটা ইচ্ছা নিতে পারবেন। এর পরে প্রয়োজনে কিনে খেতে পারবেন। দুপুরে থাকবে ভাত, মাটন, চিকেন, হাঁস, কোয়েল, শুয়োর,মাছ, চিংড়ি, মাশরুম, সব্জী, মিস্টি ইত্যাদি। নিরামিষাশীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। কিছু কমন খাবার ছাড়া আপনাকে আরো ১৪টি বিভিন্ন প্রাদেশিক খাবারের লিস্ট দেওয়া হবে যার থেকে আপনি তিনটে ডিশ নির্বাচন করতে পারবেন। ওখানে বসে খেতে না পারলে যাতে বাড়িতে এনে রসাস্বাদন করতে পা্রেন তার ব্যবস্থা থাকবে।

 

খরচঃ খরচ মাথাপিছু অফেরতযোগ্য ৩৬০০ টাকা। যাঁরা আমাদের অন্ততঃ একটি অনুষ্ঠানে মূল্যের বিনিময়ে যোগদান করেছেন, তাঁরা ইনস্টলমেন্টের সুযোগ পাবেন। টিকিট কাটার সময় অফেরতযোগ্য ১০০০ টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে হবে। পরে সেপ্টেম্বর, অক্টোবর, ও নভেম্বর ’২৩ এই তিনমাসে ৯০০ টাকা করে তিনটে পোস্ট ডেটেড চেক বোটে উঠে জমা দিতে হবে, ইনস্টলমেন্টের টাকা শুধুমাত্র চেকের মাধ্যমেই নেওয়া হবে। বুঝতে না পারলে 9330843394 নম্বরে ফোন করে জেনে নিন।

 

যাঁরা কোনদিন আমাদের সাথে এখনো সম্পর্ক করেন নি তাঁদেরকে একবারেই অফেরতযোগ্য ৩৬০০ টাকা দিয়ে আগাম টিকিট কাটতে হবে।

 

পরিবহনঃ টিকিট কাটার আগে আপনার সম্ভাব্য পিক-আপ পয়েন্ট ও ট্যুর ইটিনিরারি, শর্তাদি ভালোভাবে জেনে নিন।  পিক-আপ পয়েন্টই ড্রপ পয়েন্ট হবে। গাড়ি এসি ব্যবস্থা সম্পন্ন হবে। পিক-আপ ও ড্রপ ছাড়া শুধু বোটে চড়ার জন্য আলাদা কোন টিকিট করা হয় নি।

 

বোট জার্নিঃ এটি হল পশ্চিমবঙ্গ পর্যটিন নিগমের দোতলা এসি বোট। একতলাটি এসি এবং দোতলার চারপাশ উন্মুক্ত, রেলিং দিয়ে ঘেরা। মাথায় ছাদ আছে। চাইলে (9330843394, WhatsApp) ছবি পাঠিয়ে দেব। সাংস্কৃতিক অনুষ্ঠান দোতলাতেই হবে। বৃষ্টির ছাঁট আসলে ঘিরে দেওয়া হবে। বোট ছাড়বে কলকাতা ট্যুরিজম জেটি থেকে। যাবে দক্ষিণ্মুখো। মোট সাত ঘন্টা বোট চলবে। এটা ক্রুজ, কোন নির্দিষ্ট গন্তব্যস্থলে যাওয়া হবে না। গঙ্গার বুকে ঘুরে বেড়ানোই উদ্দেশ্য।

 

যোগাযোগঃ ইচ্ছুক ব্যক্তি 9330843394 নম্বরে BARSHAMANGAL কথাটি হোয়াটসঅ্যাপ করে পাঠালে ট্যুর ইটিনিরারী, খাদ্য তালিকা, শর্তাদি অনধিক ২৪ ঘন্টার মধ্যে পিডিএফ ফর্মাটে পাঠিয়ে দেওয়া হবে। ফেসবুকের  মন্তব্যের ঘরে কোন তথ্য দেওয়া সম্ভব হবে না বলে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।  একমাত্র আপনি চাইলেই আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য পাঠান হবে। আমরা কাউকে ফোন করি না। তবে আপনারা ফোন করলে অবশ্যই জবাব পাবেন। আমাদের ফোন ২৪ ঘন্টা খোলা। আপনি যখন ইচ্ছা, যতবার ইচ্ছা ফোন করতে পারেন। টিকিট কাটার আগে সব কিছু পরিস্কার হয়ে নেওয়া আপনারই দায়িত্ব। পিক-আপ পয়েন্ট দু পক্ষ সহমত না হলে টিকিট দেওয়া হবে না। টাকা পাঠানোর সময় সীমা আপনার যোগাযোগের পরবর্তী ৪৮ ঘন্টা। তার মধ্যে টাকা পাঠানোর ট্রাঞ্জেকশন ডিটেইলস না পাঠালে আপনার সুযোগ নাও থাকতে পারে।

 

যাঁরা ইন্সটলমেন্টের সূযোগ নিতে চান, তাঁরা আমাদের কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তা জানিয়ে হোয়াটসঅ্যাপ করুন। BARSHAMANGAL কথাটি লিখতে ভুলবেন না। আপনার আবেদন অনুমোদিত হলে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে ১০০০ টাকা মাথা পিছু পাঠিয়ে আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন।  

 

THIKANA SHIMLA

A Welfare Organization for The Elderly

Ashoknagar, Near Habra, N 24 parganas – 743272

www.thikanashimla.in, www.facebook.com/thikanashimla

WhatsApp: 9 3 3 0 8 4 3 3 9 4

E mail: thikana_shimla@yahoo.co.in

18.7.23