Monday, 23 August 2021

Meeting on Lifetime Shelter of the special Children along with their parents in the Senior Citizen Housing

 স্পেশাল চাইল্ডদের বাসস্থান নিয়ে বাবা মায়েদের সাথে মিটিং


Venue: On a double-decker boat. Fairlie Jetty

Date & time: 21st Sept 2021, 11 am to 4 pm


Thiakana Shimal is developing a SENIOR CITIZEN HOUSING at the bank of the River Ganges. It is mainly housing meant for persons above 50. The parents of special children can stay here along with their children. After the death of the parents, children can stay here lifetime. The meeting will mainly address the issue of the shelter of the special children, costing, future raring, and maintenance of these children.


 

আপনারা অনেকেই জানেন যে  আমরা কল্যাণীর কাছে গঙ্গার ধারে প্রবীণদের থাকার জন্য একটি আবাসন বানাচ্ছি। একে সিনিয়ার সিটিজেন হাউসিং বলা হচ্ছে। এই আবাসনে স্পেশাল চাইল্ড আছে এরকম বাবা মায়েরা তাঁদের স্পেশাল চাইল্ড নিয়ে থাকতে পারবেন। আমরা বলেছি যে এই সব সন্তানেরা তাঁদের বাবা মায়ের মৃত্যুর পরও আজীবন থাকতে পারবে। অনেক বাবা মা ইতিমধ্যে নাম লিখিয়েছেন। কেউ কেউ অ্যালটমেন্টও পেয়ে গেছেন। এই ধরণের ফ্ল্যাট কিনতে কত খরচ পড়বে, কতইবা দিতে হবে সন্তানটির থাকার জায়গার জন্য। এদের থাকার ঘর কেমন হবে, তাদের কি ভাবে লালন পালন করা হবে,  বাবা মায়ের মৃত্যুর পর সন্তানের থাকার জন্য কত খরচ পড়বে বা সে টাকা কোথা থেকে আসবে ইত্যাদি বিষয় নিয়ে নিয়ে আমরা একটা সর্বসাধারণের মিটিং ডেকেছি আগামী ১২ই সেপ্টেম্বর সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত। মিটিং হবে দোতলা বোটে। বোট ছাড়বে ফেয়ারলি জেটি থেকে, ভিড়বেও সেখানেই।

 

যাঁরা এখনো এই আবাসন সম্পর্কে জানেন না তাঁদের জন্য কিছু বলি। আমরা কল্যাণীর কাছে গঙ্গার ধারে ৩০ বিঘা জায়গার উপর একটি আবাসন বানাচ্ছি। ৫৫ বছরের উর্ধে যে কোন ব্যক্তি এই ফ্ল্যাট কিনতে পারেন। সর্বাধিক দু জন থাকতে পারেন। তবে যে সব পিতামাতার বিশেষভাবে সক্ষম সন্তান আছে তাঁরাও বাস করতে পারবেন। এই ফ্ল্যাটগুলি আমৃত্যু লিজে পাওয়া যাবে। বিশেষভাবে সক্ষম সন্তানদের ক্ষেত্রে বাবা মায়ের মৃত্যুর পর তারা থাকতে পারবে।  এদের থাকার আলাদা বাসস্থান হবে। এই আবাসনে ফ্ল্যাট বাড়ি ছাড়া, পার্ক, মেডিটেশন রুম, অডিটোরিয়াম, সুইমিং পুল, জেনারেল স্টোর, ফিজিওথেরাপি সেন্টার, ছোট হাসপাতাল, গেস্ট হাউস, লাইব্রেরী, রেস্টুরেন্ট ইত্যাদি আধুনিক যা কিছু একটি হাউসিং-এ থাকে তা থাকবে। প্রত্যেকটি ফ্ল্যাটের জায়গা মোটামুটি ৩৫০ স্কো ফি কার্পেট এরিয়া হচ্ছে। একখন যে ফেজ যাচ্ছে তাতে ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে ১৫ লাখ টাকার মতো। স্পেশাল চাইল্ড থাকার জায়গা কত হবে তা এই মিটিঙে সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যে ৫০টির মতো ফ্ল্যাট বুকিনং হয়ে গেছে । আপনারা আমাদেরকে ফোন করে যে কোন দিন জায়গা দেকখে আসতে পারেন।আমরা খুব শিগগিরি সাইট অফিস চালু করে দেব। তখন গিয়ে রাতে থাকার ব্যবস্থাও থাকবে। আরো বিশষদে জানতে terms and condition পড়ুন। চাইলেই আমরা পাঠিয়ে দেব। 9330843394 নম্বরে নিজের নাম আর HOUSING কথাটি হোয়াটস্যাপ করলেই আমরা সব রকম ডকুমেন্ট পাঠিয়ে দেব।

 

১২ই সেপ্টেম্বর বোটে যে মিটিং হচ্চছে তাতে যে কোন স্পেশাল চাইল্ডদের বাবা অথবা মায়েরা অংশগ্রহণ করতে পারবেন। মাত্র ৫০ জন এই অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারবেন। আগে কাটার ভিত্তিতে অন লাইনে টিকিট কাটতে পারবেন। টিকিটের দাম ১০০ টাকা। দ্বিপ্রাহরিক ভোজনের ব্যবস্থা থাকবে। একই পরিবারের একজন সুযোগ পাবেন। চুরি করে দুজন টিকিট কাটলে আমরা যে কোন একজনকে বোটে উঠতে দেব না। কোন ভাবেই স্পেশাল চাইল্ড অ্যালাউ করা হবে না।


For ticket: https://allevents.in/kolkata/meeting-on-shelter-of-special-children/80008480119130


For more details: 9330843394

Ticket cost: Rs. 100

www.thikanashimla.blogspot.in

www.thikanashimla.in

www.tssch.in