Friday, 16 November 2018

TASTING MENU FESTIVAL FOR ELDERLY 2018



প্রবীণদের টেস্টিং মেনু ফেস্টিভ্যাল ২০১৮
 (TASTING  MENU FESTIVAL FOR ELDERLY 2018)


এ বছর একটু মুখ বদলাচ্ছি, বুঝলেন কিনা সেই থোড় বড়ি খাড়া  - এ বার তা আর নয় এবার আর সিনিয়ার সিটিজেন পিকনিক নয়, এবারটেস্টিং মেনু ফেস্টিভ্যাল না, নতুন কিছু নয়, তবে ভারতে একদমই নতুন, এটা হলফ করে বলতে পারি নেটে খুঁজে দেখুন  দাঁড়াও একটু বুঝিয়ে বলি হরেক রকম রান্না হবে, চার দিকে, আর আপনি সারাদিন শুধু চেখে বেড়াবেন অবশ্য ইচ্ছা করলে কোন একটি পদ পেট ভরেও খেতে পারবেন পদের সঙ্খ্যা ৭০র ওপর আর চাখার সময় সকাল ৯টা থেকে রাত ৯টা খাওয়া চলতেই থাকবে বুফে সিস্টেমে এই সময়ের মধ্যে যে যখন খুশী আসতে পারেন, চলে যেতে পারেন

 আমরা যেসব রান্না বাড়িতে বা হোটেলে খাই সেগুলো একদম বাদ যা চাখবেন বা দেখবেন বা গন্ধ শুঁকবেন তার সবটাই এক্কেবারে নতুন খাবার নিয়ে মোটামুটি যা আমরা ভেবেছিঃ যেমন বাংলার হারিয়ে যাওয়া রান্না উদাহরণ স্বরূপ ডুমুর চিংড়ি, শাপলা ফুলের বড়া (বক ফুলের বড়া নয় কিন্তু), মৌরলার টক  ইত্যাদি এরপর আছে ভুটানী খাবার, মালয়েশিয়ান খাবার, ইতালিয়ান, মেক্সিকান, রাশিয়ান, তুরস্ক, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ইত্যাদি ভারতের আঞ্চলিক পদ তো থাকবেই  কিছু কিছু পদের উল্লেখ করিঃ Spicy Thai Basil Chicken (Pad Krapow Gai), Turkish Stuffed Eggplant (Karniyarik), Malaysian Mutton Varuval, Cheesy Ham and Corn Chowder, Mexican Fish Tacos, Philippines Coconut Mutton এরকম আরো আরো  অনেক কিছু। যেসব মাংস আমরা করব তা হলঃ খাসি (রেওয়াজি, কচি পাঁঠা দু রকম), ( আদা-জিরে-ধনে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে কচি পাঁঠার ঝোলকেমন হবে?), ভেড়া, টার্কি, এমু, হাঁস, দেশী মোরগ, কোয়েল আর পর্ক। মাংসের অন্তত ১৫-২০ রকমের পদ থাকবেই আপনার চোখের সামনেই  মাছও থাকবে অন্ততঃ ৬-৭ রকম (শুঁটকি সহ) এবং তার পদও হবে ১০ রকমের উপর।  দেশী বিদেশী নিরামিষ পদ থাকবে ত্রিশের উপর। তেতো পদই থাকবে ৫ রকমের উপর। তেল ছাড়া, তেল কম, তেলওলা, ঝাল ছাড়া, ঝাল বেশী সব রকম রান্নাই থাকবে। কোন খাবারের কি নাম, তাতে কি কি আছে, নিরামিষ না আমিষ, ঝাল-তেল কম বা বেশী সব লেখা থাকবে।  চাটনী হবে কম করে চার রকমের।  মিস্টি (dessert) থাকবে দেশী বিদেশী মিলিয়ে দশ রকমের বেশী। সবই প্রায় নতুন ধরণের। উদাহরণ স্বরূপ, পাতুরি সন্দেশ, বিলকিস বেগম, শাহী টুকরা স্যালাড থাকবে ৬ রকমের উপর। আইসক্রিম সুন্ডা (icecream dessert) থাকবে ৬-৮ রকমের। আমিষ নিরামিষ মিশিয়ে স্যুপ হবে অন্তত ৬ রকমের। সরবত থাকবে অন্ততঃ ৬ রকমের। যে ভাত খাবেন তাও অন্যরকম। যে চাল আপনাদের খাওয়াব তা হলঃ ব্ল্যাক রাইস, ব্রাউন রাইস, রেড রাইস, জেসমিন রাইস এবং তুলাইপঞ্জী রাইস। সব রকম ভাতই একটু করে টেস্ট করে দেখে নেবেন না হয় শীতকাল বলে পিঠে পুলির স্টলও থাকবে। তবে তাতেও নতুনত্ব থাকবে। খাওয়া শেষে বেনারসী পান-এর ব্যবস্থাও থাকবে।

এই অনুষ্ঠানে কোন রকম হার্ড ড্রিঙ্কের ব্যবস্থা থাকবে না।

তারিখটা মাথায় রাখুনঃ ২৩শে ডিসেম্বর, ২০১৮ রবিবারহবে আমাদের অশোকনগরের ( হাবড়ার কাছে, বারাসাত থেকে ২২ কিমি, এয়ারপোর্ট থেকে ৩২ কিমি) আবাসনে। যে কোন প্রবীণ/ প্রবীণা তাঁর পরিবারবর্গ অর্থাৎ ছেলে-বৌমা, মেয়ে-জামাই, নাতি-নাতনিকে নিয়ে আসতে পারেন। কিন্তু কোন অপ্রবীণ একা বুক করতে পারবেন না। তাঁদের আসতে গেলে কোন প্রবীণ/ প্রবীণার ল্যাং বোট হয়ে আসতে হবে (দেখ কেমন মজা)।

শুধু সারাদিন ঘুরবেন ফিরবেন আর খাবেন, এমা তাই হয় নাকি। মনোরঞ্জনের জন্য অনেক কিছু থাকবে। বাউল থাকবে, থাকবে পুরোন দিনের গান আর বাঁশতরঙ্গ।  আমরা সেই দিন এমন একটি পরিবারকে পেশ করতে চলেছি যাঁরা পশ্চিমবঙ্গের একমাত্র শিল্পী; যাঁরা বাঁশতরঙ্গ যন্ত্রটাকে উত্তরাধিকার সূত্রে লালন পালন করে চলেছেন। বাঁশ তরঙ্গ বানানো হয় বিভিন্ন সাইজের বাঁশের চটা দিয়ে, জাইলোফনের মতো। তাঁরা বিভিন্ন সাইজের বাটিতে জল ভরে জলতরঙ্গ বাজিয়েও শোনাবেন। এই অনুষ্ঠানগুলি কোন এক জায়গায় ডায়াসে না হয়ে শান্তিনিকেতনের দোল উৎসবের মতো বিভিন্ন জায়গায় হবে। খাওয়া দাওয়ার স্টলগুলি সারা চত্বরময় ছড়ানো থাকবে। আর থাকবে মাটির তৈরী হস্তশিল্পের স্টল। এটি আমাদের নতুন প্রজেক্ট। নাম “এবং মৃত্তিকা”। এর লভ্যাংশ যায় দুস্থ প্রবীণ/ প্রবীণাদের সাহায্যে।

আপনাদের বিশ্রাম নেওয়ার জন্য বেশ কয়েকটা অ্যাটাচড বাথরুমওলা ঘরও থাকবে। শরীরটা আইঢাই করলে বিছানায় গড়িয়ে নিতে পারবেন। বাইরে বাগানে ছাতার তলায় চেয়ারে বসলেন বা গাছে টাঙ্গানো হ্যামকে একটু দুলে নিলেন, তাও করতে পারেন, যা আপনার মর্জি।

খরচ মাথা পিছু ১০০০ টাকা।

খাবার বাড়িতে নিয়ে যাওয়ার কোন পার্সেল ব্যবস্থা থাকবে না। অনুষ্ঠান প্রাঙ্গণে ঢোকার সময়ে আপনাকে আপনার বাগ পত্র লাগেজ সেন্টারে জমা দিতে হবে। শুধুমাত্র আপনার ফোন ও ক্যামেরা ছাড় পাবে। গাড়ী পার্কিং-এর ব্যবস্থা থাকবে।  অনুষ্ঠান ও তার আগের দিন, অর্থাৎ ২২ ও ২৩ তারিখ রাতে থাকার কোন ঘর পাওয়া যাবে না।

বুক করতে হবে নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করে অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা আমাদের অ্যাকাউন্টে অনলাইনে টাকা পাঠিয়ে বা চেক জমা দিয়ে টিকিটের সঙ্খ্যা সীমিত। ব্যাঙ্ক  অ্যাকাউন্ট ডিটেইলসের জন্য হোয়াটস অ্যাপ করুন বা মেল করুনআর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেলার আগে জেনে নিন আর টিকিট আছে কিনা। লিঙ্কে টিকিট কাটার ক্ষেত্রে সেই সমস্যা নেই। কতগুলো টিকিট অবিক্রিত আছে তা জেনে যাবেন।  টাকা পাঠানোর সাথে সাথেই মানি রিসিটও পেয়ে যাবেন।  টিকিটের টাকা কিন্তু অফেরতযোগ্য।

This is a food festival for elderly persons, where at least 70 dishes of veg and non-veg dishes will be available. This is the first time in India. Anybody can taste every dishes. These dishes will be uncommon, which will not be available in your kitchen or any hotel and restaurant. Besides Indian uncommon traditional dishes, international dishes will also be available. The program will continue from 9 to 9. Senior citizens may come along with their family members, who may not be senior citizens. But no nonsenior can buy a ticket. If (s)he purchases the ticket, it will liable be cancelled and (s)he will not be allowed to enter into the venue. Once the ticket is purchased money will not be returned back.

There will be a variety of meat, likely, mutton, Indian cock, lamb, koyel, duck, turkey and also pork/ ham. At least 6-7 types of fishes will be served, which include dried fish also. The number of desserts will be more than 10 and ice cream dessert 6-8 types.

There will be an entertainment program also. You can listen to old Indian songs, Jaltaranga, Banshtaranga, Baul songs etc. One artist will sketch the program. You can witness the art.

Nobody will be permitted with bags. Car parking is available

Price per ticket is INR 1000.

BUY TICKET ONLINE BY CLICKING THE LINK BELOW



.
Thikana Shimla Residential Senior Citizen Club
NRIPOBITHI SENIOR LIVING ACCOMMODATION
Bagpara, Ashoknagar Kachua, N 24 Parganas Near Habra
9330843394 (WhatsApp), 8902043394, thikana_shimla@yahoo.co.in
www.seniorshelter.weebly.com, www.thikanashimla.blogspot.in
www.facebook.com/thikanashimla

Monday, 20 August 2018


ইলিশ উৎসব ২০১৮


আবার আমরা ইলিশ উৎসব পালন করছি, যে কোন বয়সের মানুষের জন্য। ১৬ই সেপ্টেম্বর, রবিবার। অনুষ্ঠান হচ্ছে আমাদের অশোকনগরে (হাবড়া, উঃ ২৪ পরগনা, বারাসাত থেকে ২২ কিমি) প্রবীণদের আবাসনে। সকাল ১০টা থেকে শুরু। মাঝে দু বছর ‘ধেৎ তেরি ভাল্লাগে না’ বলে বন্ধ ছিল। এবার আবার সবার বায়না, ‘করতেই হবে’। চল নেমে পড়া যাক। ইলিশ উৎসব না ছাই, পেট পুরে ঝালে ঝোলে অম্বলে এমনি এমনিই ইলিশ খাওয়া। বাংগালী কি বাড়িতে ইলিশ খায় না? বর্ষায় গলিতে গলিতে হাঁটলেই জিভে জল আনা গন্ধ। কিন্তু বাড়িতে তো এক পিস বড় জোর দু পিস – তাও দু পদ নয়। বেশী রকম পদ চাইলেই গৃহ যুদ্ধ। আমরা সাত রকম ইলিশের পদ করছি। আপনারা অনেকেই বলবেন এত পদ খাওয়া যাবে না। উঁহু, ওই কথাটি শুনব না। গত পাঁচ বারের অভিজ্ঞতায় দেখেছি মানুষ ভাত না খেয়ে মাছগুলোই খান

এবারে পদের ব্যখ্যান দিই। মোট পদ সাত রকম। তার মধ্যে ইয়া বড়কা বড়কা পিস (কমপক্ষে ৭০-১০০ গ্রাম, মাছটার ওজন হবে ৮০০-১০০০ গ্রাম) থাকবে পাঁচ পিস। কপাল ভালো থাকলে ডিম ওলা পিসও জুটতে পারে। এই পাঁচ পিসের পদ হবে – স্রেফ ভাজা, পাতুরি, দই ইলিশ, নারকেল ইলিশ, রসুন ইলিশ। ওই দ্যাখ, রসুন ইলিশের নাম শুনেই চোখ গেল কুঁচকে। হয়, হয়। ওড়িয়া ডিশ, নাম ‘বেসারা’। এতো গেল পাঁচ পদ। তারপর থাকছে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ মাছের টক – চালতা, সর্ষে দিয়ে। তাহলে মেনুটা হল এই রকমঃ প্রথমে শুরু করুন মাছের তেল দিয়ে এক পিস মাছ ভাজা, সাথে কাঁচা ডুমো পেঁয়াজ আর মাছের তেলে হাল্কা করে ভাজা কাঁচা লঙ্কা। এর সাথে মেখে নিন কুঁচোন ধনেপাতা। তারপর মুগের ডাল আর সাথে কচুর ঘন্ট। এরপর পর পর পড়বে পাতুরি, দই ইলিশ, নারকেল ইলিশ আর বেসারা। টকটা হবে মাছের ল্যাজা দিয়ে। খাওয়ানো হবে সম্পূর্ণ মাটির বাসনে (থালা, গ্লাস, বাটি ইত্যাদি, একবারই ব্যবহারযোগ্য)।

এই অনুষ্ঠানে যোগদানে বয়সের কোন বাধা নেই। যারা বয়সে প্রবীণ নন তাঁরা এই অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে ‘প্রবীণদের আবাসন’ কেমন দেখতে হয় তা দেখে ও চেখে নেওয়ার সুযোগ পাবেন।  

এবার খরচের কথায় আসা যাক। খরচ দু ভাবে হিসাব করা হয়েছে। এক, যাঁরা খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বাড়ি মুখো হাঁটা দেবেন। আর দুই, যাঁরা রাতটা আমাদের আবাসনে কাটিয়ে পরের দিন ব্রেকফাস্ট খেয়ে বাড়ি ফিরবেন। যাঁরা শুধুমাত্র দিন কাটিয়ে খাওয়া শেষে বাড়ি ফিরবেন, তাঁদের ক্ষেত্রে ধার্য্য হয়েছে ১০০০ টাকা মাথা পিছু। আর যাঁরা রাত কাটাবেন তাঁরা দেবেন – একজন হলে ১৫০০ টাকা আর দুজন একসাথে হলে ২৫০০ টাকা। একজন যাঁরা রাত কাটাবেন তাঁদের ঘরে আরেকজনকে শেয়ার করতে হবে। দুজন একসাথে নাম নথিভুক্ত করলে একটি আলাদা ঘর পাবেন। রাত কাটানোর সুযোগ একমাত্র প্রবীণ/ প্রবীণারাই পাবেন। তবে কোন প্রবীণের স্ত্রী বা অন্য সঙ্গী (যেমন নাতি, নাতনি) অপ্রবীণ হলে অসুবিধা কিছু নেই।

এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলে আপনার অনেকগুলো লাভ। ইলিশের অনেকরকম পদতো খাচ্ছেনই, সাথে আমাদের আবাসন ঘুরে দেখার সুযোগ। যাঁরা অনেকদিন ধরে আসব আসব করছেন, তাঁদের এই ফাঁকে দেখা হয়ে যাবে। এবারে ভাবুন, দশটায় এসে কি করবেন? খাওয়া তো বেলা একটায়। এক কাজ করুন, বগলে করে কবিতার খাতা, গানের খাতা নিয়ে আসুন – লড়িয়ে দিন, আর বাহবা কুড়িয়ে নিয়ে বাড়ি যান। এর ফাঁকে সুদৃশ্য মাটির ঘটিতে (পাতি ভাঁড় নয়, ১৫০ মিলির সুন্দর কারুকাজ করা ঘটি, দেখেছি অনেকে চা খাওয়ার পরে এদিক ওদিক তাকিয়ে ঘটিটা ব্যগস্থও করেন)দেশী কুকিজ দিয়ে এলাচী চায়ে চুমুক দিন। এই সব করতে করতে এর ওর সাথে ভাব জমান আর নতুন বন্ধু পাতান। তারপরে হোয়াটস্যাপে মেসেজ চালাচালি করে বন্ধুত্বটা মজিয়ে ফেলুন।

খুব গাদা গুচ্ছের ভিড় হোক, এটা আমাদের না-পছন্দ। জনা পনের-কুড়ি হলেই কাফি; তাহলে ব্যপারটা ঘরোয়া থাকবে। না হলে অন্যান্য ইলিশ উৎসবের মতো টিকিট কেটে লাইন দিয়ে একপেট খেয়ে বাড়ি ফেরার মতো হয়ে যাবে। মাথায় রাখুন, শুধু পেটে নয়, মনেও যেন কিছু নিয়ে ফিরতে পারেন। আর এটাই আমাদের তৃপ্তি।

যাঁরা ইচ্ছুক, তাঁরা ফোনে, হোয়াটস্যাপে, মেল-এর মাধ্যমে যোগাযোগ করুন আগাম টাকা পাঠানোর জন্য। টাকা ব্যাঙ্কের মাধ্যমে পাঠাতে হবে আগাম টাকা না পাঠালে আড়ি। 9330843394 হোয়াটস্যাপ, 8902043394, thikana_shimla@yahoo.co.in 

যাঁরা  ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে টিকিট কাটতে চান, তাঁরা দয়া করে নীচের লিঙ্কে ক্লিক করুনঃ
https://allevents.in/ashoknagar%20kalyangarh/ilish-utsav-2018/80002040164700


Tuesday, 20 March 2018

Senior Citizen Matrimony & Companionship




SENIOR CITIZEN MATRIMONY & COMPANIONSHIP


22nd April, 2018, Sunday, 2 — 5 pm


Calcutta Sports Journalists’ Club, Maidan Tent, Near Shahid Minar, Esplanade, Kolkata—69



Please kick off fear of dirty death far away from your thought. Why do you spend your rest of life with depression?  Please be live with a good gesture and keep smiling. Life is yours - you are not to clarify anybody. Loneliness is a curse - why do you bear?  Researches on elders issues show couple life increases 'quality of life', 'happiness' and 'satisfaction of life'

We are giving a platform to single people for coupling - either marry or do live-in or just make friendship.

Generally family members (mainly children) oppose, showing excuse of society, but hidden apprehension is 'loss of property'. We are ready to counsel your family members, if any relation matures. Please keep in mind, you are not doing any sin - you want to live for more meaningful days. Ultimately your family members will get benefited if you last long with a meaningful purpose.

To join this program you must have to prove your singleness and age above 50 yrs. You have to fill up a form with requisite documents. Please contact earlier. Form will be sent to you by closed envelop courier. Nobody will be allowed on that day without prior enrollment.

Mr. Natubhai Patel, Indian Pioneer of Senior Citizen Matrimony, founder, Anubandh Foundation, Ahemedabad, is always with us.

Enrollment fee for men is Rs. 600. NO FEE FOR FEMALE, but prior enlistment is must. for every candidate .Our capacity is to entertain max. 100 candidates. Those who are interested to see the event can join the program as spectator in lieu of Rs. 250/ head irrespective of sex.

Our duty is to support and protect female candidates.

There is ample parking space at the venue. For route direction of venue you may contact us. 


Please call, mail or WhatsApp for more details and form.

M: 9 3 3 0 8 4 3 3 9 4,  8 9 0 2 0 4 3 3 9 4, WhatsApp: 9 3 3 0 8 4 3 3 9 4

E mail: thikana_shimla@yahoo.co.in



 On 28th June, 2018 at full moon, we are arranging two nights SENIOR CITIZEN TOGETHERNESS TOUR at Digha, only for the single persons. 

Wednesday, 21 February 2018

TAKI TOUR : TOURIST LIST

SN
NAME
MOB NO.
Whatsapp
2ND March will stay at
BOARDING
AT
1
MR. AHIBHUSAN CHATTERJEE, 84y
9231831881
9903723665
Baidyabati
Base station Serampore
2
MRS. MAMATA CHATTERJEE, 70y
9903723665
9903723665
Baidyabati
Base station Serampore
3
MR. SURESH BHATTACHARYA, 75 y
9051639069
--
Ashoknagar
Ashoknagar
4
MRS. KEYA BANERJEE, 70 y
9674158175

9831843420
Salt Lake
Hudco more
5
MRS. TRIPTI CHAKRABORTY
9831030271
9831030271
Salt Lake
Hudco more
6
MRS. GAYATRI GHOSH, 86 y
9002080080
9002080080
Santragachi
Santragachi
7
MRS. MUKUL GHOSH, 75 y
9433155779
9433155779
Ashoknagar
Ashoknagar
8
MR. MANOTOSH BASU
8825302020
9431965336
7004682733
Madhyamgram
Madhyamgram
Chowmatha
9
MRS. ANITA BASU
7004682733
7004682733
Madhyamgram
Madhyamgram
Chowmatha
10
MS.BIPASHA BASU

7004682733
Madhyamgram
Madhyamgram
Chowmatha
11
MR. BENOY BHUSAN ROY, 66y
9874036789
9874036789
Santoshpur
Sukanta Setu Santoshpur end
12
MRS. ANITA ROY, 58y
8240393255
9874036789
Santoshpur
Sukanta Setu Santoshpur end
13
MR. TAPAS MUKHERJEE, 66y
9851316521
9851316521
Kestopur
Kestopur Bus stop
14
MRS. INDIRA MUKHERJEE, 63y
7098287107
9851316521
Kestopur
Kestopur Bus stop
15
MR. MIHIR BHATTACHARYYA
9903479734
9903479734
Salt lake
To be joined on 3rd  at Baganbari
16
MRS. SIPRA BHATTACHARRYA
9875432670
9903479734
Salt lake
To be joined on 3rd  at Baganbari
17
MR. ARUN PRAKASH BHATTACHARRYA


Ultadanga
Hudco More
18
MRS. ANIMA BHATTACHARYYA
9830591004

Ultadanga
Hudco More
19
MR. ASIT ADHYA, 64 y
9433502919
9433502919
Seoraphully
Base station Serampore
20
MR. LAKSHMIKANTA KONAR, 74 y
9064356450
9064356450
Burdwan
Base station Serampore
21
MRS. RINA KONER, 65y
9064356450
9064356450
Burdwan
Base station Serampore
22
MRS. TANDRA NANDY
7059550104
7059550104

Rashbehari Av. crossing
23
MR. MALOY CHOUDHURY
7003566187
9903496343

Rashbehari Av. crossing
24
MR. SUBODH CHAKRABORTY
9836135906


Rashbehari Av. crossing
25
MR.ASIM  KUMAR DEB, 63Y
7980745119
9088106768
Khardah
Khardah station
26
MRS. SUVRA DEB, 56Y
7980745119
9088106768
Khardah
Khardah station
27
MRS. KRISHNA DAS SEN
9007558599
9007558599
Kalyani
Khardah station
28
MRS. KALYANI CHATTERJEE,
9831671432
9903977311
Paikpara
Airport 2nd Gate